রহস্য, রোমাঞ্চ ও হাস্যরসের মিশ্রণ নিয়ে আসছে ‘হরি ঘোষের গোয়াল’
RBN Web Desk: গ্রাম বা মফস্বলের বহু বাবা মায়ের স্বপ্ন তাঁদের সন্তানদের শহরের নামকরা কলেজে পড়িয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর। এদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাই বাড়ি থেকে কলেজ যাতায়াতের অসুবিধা ও খরচসাপেক্ষ হওয়ার কারণে থেকে যায় হোস্টেলে। এরকমই একটি হোস্টেল ‘শ্রী চৈতন্য আদর্শ ছাত্রাবাস’ চালান হরিমোহন ঘোষ ওরফে হরি ঘোষ। এই হরি ঘোষের পূর্বপুরুষেরা পেশায় গোয়ালা হলেও, তিনি সেসব ব্যবসা অনেকদিন আগেই উঠিয়ে দিয়েছেন। এখন তাঁর হোস্টেলরূপী গোয়ালে ছাত্ররূপী বলদদের আস্তানা। নিয়ম ও অনুশাসনের দিক থেকে ভীষণ কড়া হরি ঘোষের এই হোস্টেলে কোনও নারীর প্রবেশ নিষেধ।
এই নিয়মের বেনিয়ম হতে শুরু করে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসা আদি একটি মেয়ের প্রেমে পড়ে এবং প্রতারণার স্বীকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ঠিক সেই সময়ে আদিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে, হরি ঘোষের চোখকে ফাঁকি দিয়ে একটি মেয়ে ঢুকে পরে এই হোস্টেলে। কিন্তু কে এই রহস্যময়ী? কি তার আসল পরিচয়? সে কি আদৌ জীবিত?
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
রহস্য, রোমাঞ্চ, ও হাস্যরসের মিশ্রণ নিয়ে আসছে পরিচালক শুভব্রত চট্টোপাধ্যায়ের ‘হরি ঘোষের গোয়াল’। এই ছবির সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রযোজক-পরিচালক পীযুষ সাহা, যাঁর হাত দিয়ে এর আগে বেড়িয়েছে ‘তুলকালাম’, ‘গ্যাঁড়াকল’, ‘কেল্লাফতে’, ‘বাজিমাৎ’, ‘নীল আকাশের চাঁদনি’র মতো ছবি।
এক ঝাঁক নতুন মুখকে দেখা যাবে ‘হরি ঘোষের গোয়াল’-এ। ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পার্থ ও সৃজা। দুজনেরই এটি প্রথম ছবি। চিত্রনাট্য লিখেছেন অন্বয় মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্র।
পরিচালকের দাবী, বাঙালিয়ানায় ভরপুর ‘হরি ঘোষের গোয়াল’ দর্শককে ফিরিয়ে দেবে বাংলা ছবির স্বর্ণযুগের আস্বাদ।
২৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।