ম্যাজিশিয়নের ভূমিকায় টেলিভিশনে টোটা
RBN Web Desk: বেশ অনেকদিন পর আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকে এক ম্যাজিশিয়নের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এর আগে মেগা-ধারাবাহিক ‘তারানাথ তান্ত্রিক’-এর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন টোটা।
‘অলৌকিক না লৌকিক’-এর নতুন গল্প যাদুকর অরূপকে নিয়ে। ম্যাজিক দেখাতে ভীষণ ভালোবাসে অরূপ। বিভিন্ন ধরণের খেলা দেখাতে সে সিদ্ধহস্ত। অরূপের পাড়া প্রতিবেশিরা তার প্রশংসায় পঞ্চমুখ।
নতুন খেলা শিখতে খুবই আগ্রহী অরূপ। এমনই একদিন আরূপ দাবী করে বসে, তার যাদুর বলে যে কোনও জিনিসের হুবহু নকল তৈরী করতে সে সক্ষম। তার প্রতিভা প্রমাণ করতে সে কিছু জিনিসের নকল করে দেখায়। অরূপের প্রতিভার কথা শীঘ্রই চাউর হয়ে যায় আশেপাশে। অনেকেই তার কাছে আসতে থাকে কোনও জিনিসের নকল তৈরী করে দেওয়ার জন্য। হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায় অরূপ। তদন্তে নামে বিক্রম ও তার দলবল।
আরও পড়ুন: মন নিয়ে (পর্ব ১): মধ্যবিত্তের লাইফস্টাইল সমস্যার সমাধানের খোঁজে অনুত্তমা
‘অলৌকিক না লৌকিক’-এ অরূপের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টোটাকে। বিক্রমের ভূমিকায় থাকছেন ঋদ্ধিশ চৌধুরী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, সোহিনী বন্দ্যোপাধ্যায় ও সৌম্যরূপ সাহা।