সাধারণ মানুষের জীবনের ছোটখাটো সমস্যা নিয়েই ছবি করতে ভালোবাসি: অভিমন্যু
RBN Web Desk: সাধারণ মানুষের জীবনের বিভিন্ন ধরণের ছোটখাটো সমস্যার কথা কমেডির মাধ্যমে তুলে ধরতে ভালোবাসেন তিনি, এমনটাই জানালেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। আজ সকালেই মুক্তি পেয়েছে তাঁর পরবর্তী ছবি ‘টেকো’র ট্রেলার। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, সুদেষ্ণা রায়, অরিত্র দত্ত বণিক ও ফাল্গুনী চট্টোপাধ্যায়।
‘টেকো’র গল্পটা ঠিক কি নিয়ে?
দৈনন্দিন জীবনে পথেঘাটে চলতে ফিরতে চোখে পড়ে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন। কোথাও লেখা থাকে সাতদিনে ফর্সা হওয়ার সহজ উপায় তো কেউ বা দাবি করেন দশদিনে ওজন কমানোর। মানুষ সৌন্দর্যের দাস, তাই অনেকেই চট করেই লুফে নেন এই ধরণের চিত্তাকর্ষক প্রলোভন। কিন্তু কতটা ফলপ্রসূ হয় বিজ্ঞাপনে বলা এইসব কথা? সত্যিই কি এত সহজে বদলে ফেলা যায় নিজের গায়ের রঙ বা মাথার চুলের দৈর্ঘ্য?
এরকমই এক প্রলোভনের ফাঁদে পা দিয়ে ঠকে যায় অলকেশ (ঋত্বিক)। নিজের মাথাভর্তি চুল নিয়ে এক অদ্ভুত অবসেশন রয়েছে তার। সেই কালো কুচকুচে চুলের প্রতি অলকেশ ভীষণই যত্নশীল। নিজের চুলের দৈর্ঘ্য কিঞ্চিৎ বাড়ানোর ইচ্ছায় সে কিনে ফেলে ব্যোমকেশ তেল। এই তেল ব্যবহার করার পর অলকেশের চুলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ার পরিবর্তে মাথা জুড়ে দেখা দেয় টাক। ক্রমশ ঝরতে থাকে চুল। এরপর শুরু হয় প্রতিবাদের পালা। ব্যোমকেশ তেল ব্যবহার করে ঠকে গিয়ে আদালতের শরণাপন্ন হয় অলকেশ। পাশে পেয়ে যায় আরও অনেক মানুষকে যারা এরকম চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন। এরপর কি হয়, তাই নিয়েই ‘টেকো’।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
“আমি এর আগেও কথা আটকে যাওয়ার সমস্যা নিয়ে ‘গুগলি’ পরিচালনা করেছিলাম,” রেডিওবাংলানেট-কে বললেন অভিমন্যু। “অকালে চুল ঝরে পড়া কিন্তু বেশ সিরিয়াস সমস্যা। কম বয়সে টাক পড়ে যাওয়া একটি মানুষকে কতটা মানসিকভাবে বিব্রত করতে পারে, সেই গল্পটাই বলবে ‘টেকো’। এরপরে এধরণের আরও কিছু কাজ করার ইচ্ছা আছে।”
অকালে চুল ওঠা নিয়ে হিন্দীতে ‘বালা’ ও ‘উজড়া চমন’ মুক্তি পাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে। “আমার ছবি কোনওভাবেই হিন্দী ছবি দুটি থেকে অনুপ্রাণিত নয়,” বললেন অভিমন্যু। “‘টেকো’র কাজ শুরু হয়েছিল প্রায় বছর দুয়েক আগে। তখনও ‘বালা’ বা ‘উজড়া চমন’ ঘোষণাই করা হয়নি। নানান টেকনিক্যাল কারণে ‘টেকো’র মুক্তি পেতে দেরি হলো। এটা হতেই পারে একই বিষয় নিয়ে একাধিক পরিচালক ছবি করার কথা ভেবেছেন। এখানে ভাবনাটা এক, গল্পটা নয়। আমাদের ছবি একেবারেই মৌলিক এবং সেটা ট্রেলার দেখলেই বোঝা যায়।”
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি।
২২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘টেকো’।