স্থগিত ‘মির্জ়া’, বিবৃতি দিয়ে জানালেন অঙ্কুশ
RBN Web Desk: কানাঘুষো শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। এবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন অঙ্কুশ হাজরা। আপাতত স্থগিত রাখা হচ্ছে ‘মির্জ়া’ ছবির মুক্তি। ছবির নামভূমিকায় অভিনয় করার পাশাপাশি ‘মির্জ়া’র অন্যতম প্রযোজক ছিলেন অঙ্কুশ। সুমিত-সাহিল পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য।
বিবৃতিতে অঙ্কুশ জানিয়েছেন, ‘অভ্যন্তরীণ মতপার্থক্যের’ জন্য ‘মির্জ়া’ আপাতত মুক্তি পাচ্ছে না। অঙ্কুশের প্রযোজনায় যে ছবিগুলি মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলি যথাসময়ে আসবে বলে জানিয়েছেন অভিনেতা। তবে ‘মির্জ়া’ আসবেই বলে দাবি করেছেন অঙ্কুশ।
আরও পড়ুন: পিতা-পুত্রের মিঠেকড়া সম্পর্কেই ভরসা রাখছে টিম ‘প্রজাপতি’
‘মায়ের পেট থেকে চুল্লির গেট, সবাই শালা শেখায় শুধু নাম কামাতে। কিন্তু ইজ্জত কামাতে কেউ শেখায় না।’ তীক্ষ্ণ সংলাপ, চোখে চশমা, একমুখ দাড়ি। চাকুর ডগায় জ্বলতে থাকা আগুন দিয়ে সিগারেট ধরিয়ে, পুরোদস্তুর অ্যাকশন হিরো হিসেবে ৮ সেপ্টেম্বর ছবির টিজ়ার প্রকাশ করেছিলেন অঙ্কুশ।
“‘মির্জ়া’ বড় বাজেটের, লার্জার দ্যান লাইফ ছবি। এরকম ছবির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিপণন করা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা আট মাস পর মুক্তি পাবে। তবে আমাদের মনে হচ্ছে এই আট মাসও খুব কম সময়,” টিজ়ার প্রকাশের সময় সংবাদমাধ্যমকে বলেছিলেন অঙ্কুশ।
২০২৩-এর ঈদে ‘মির্জ়া’র মুক্তি পাওয়ার কথা ছিল।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী