অলক্ষ্মীদের পাঁচালী নিয়ে নতুন সিরিজ়
RBN Web Desk: ‘উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে/সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া জনে জনে/ দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন/যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন।’ লক্ষ্মীর পাঁচালী অনুযায়ী ঠিক যে সমস্ত গুণ থাকলে মেয়েদের লক্ষ্মী বলা চলে তার উল্টোটাই বরং আজকের দিনে খুঁজে পাওয়া যায় বেশি। বর্তমানে এমন নারীর কদরই বেশি, কারণ প্রাচীন যুগের মতো মেয়েদের আর ঘোমটা টেনে ঘরে বসে থাকলে চলে না। তাই তথাকথিত লক্ষ্মী মেয়ে হতে গেলেই বরং কপালে থাকে দুর্ভোগ। তবে অলক্ষ্মীদের কপালেই কি খুব শান্তি জোটে? সেই কাহিনী নিয়েই আসছে পরিচালক জয়দীপ বন্দোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘অলক্ষ্মীজ় ইন গোয়া’। অভিনয়ে রয়েছেন প্রিয়াংকা মণ্ডল, প্রিয়াংকা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মণ্ডল ও সুস্নাত ভট্টাচার্য।
চার বন্ধু তিতাস, বর্ষা, হৈ আর রণিতা। মফস্বলে বড় হলেও চারজনের ওপরেই ছোটবেলা থেকে অলক্ষ্মীর তকমা লাগিয়ে দিয়েছে পরিচিত গণ্ডির লোকজন। দস্যিপনায় চারজনেই স্কুল কলেজে প্রচুর নাম কুড়িয়েছে। হিন্দি ছবি ‘দিল চাহতা হ্যায়’ দেখে চারজনের বহুদিন ধরে ইচ্ছে ছিল তারাও ব্যাচেলর ট্রিপ করতে একসঙ্গে গোয়া যাবে। অবশেষে একদিন তিতাসের বিয়ে ঠিক হওয়ায় সেই স্বপ্ন সত্যি করতে গোয়া পৌঁছে গেল চারজনে। কিন্তু খুব সুখের হলো কি সেই ট্রিপ? আচমকা এক ভয়ানক বিপদে জড়িয়ে পড়ে চারজনে। কী করবে এবার সেই চার দস্যি মেয়ে? কীভাবে কলকাতায় ফিরবে তারা?
আরও পড়ুন: কাল্পনিক হলেও আদর্শ ট্রিবিউট
সিরিজ় প্রসঙ্গে জয়দীপ জানালেন, “পাঁচ বছর আগে গল্পটা আমি ভেবেছিলাম। শেষ দু’বছর ধরে এটা বানাবার চেষ্টা করে গেছি। বাধা এসেছে বারবার। তবে শেষমেশ সিরিজ়টা মুক্তি পেতে চলেছে এটাই সবচেয়ে ভালো খবর। সিরিজ়ের মুক্তি নিয়ে আমি একইসঙ্গে খুব স্বস্তিতে আছি আবার ভীষণ উত্তেজিতও।”
সিরিজ়ের সংলাপ লিখেছেন সৌমিত দেব। কাহিনী ও চিত্রনাট্য জয়দীপের। চিত্রগ্রহণে আছেন অঙ্কিত সেনগুপ্ত। সঙ্গীত ও আবহ পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। সম্পাদনায় আছেন কৌস্তভ সরকার।
ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আজ মুক্তি পেয়েছে ‘অলক্ষ্মীজ় ইন গোয়া’।