বুম্বাদার কাছে ডিসিপ্লিন শিখেছি: চূর্ণী
RBN Web Desk: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তিনি নিয়মানুবর্তিতা শিখেছেন বলে জানালেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে কাজ করেছেন চূর্ণী ও প্রসেনজিৎ। অন্যান্য চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইন্দ্রাশিস আচার্য ও পরিচালক নিজে। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি।
ছবিতে চূর্ণী কৌশিকের (সেন) স্ত্রীর ভূমিকায় রয়েছেন। “আমার অভিনীত চরিত্রটি একজন সম্ভ্রান্ত বংশের মহিলার, যিনি খুব রহস্যময়ীও,” রেডিওবাংলানেট-কে বললেন চূর্ণী। “যখন পরিবারে একটি হত্যার ঘটনা ঘটে এবং একইসঙ্গে একজন নিখোঁজ হয়ে যায় তখন পুলিশ এসে সকলের মতো তাঁকেও জিজ্ঞাসাবাদ করে। কিন্তু নিজের পারিবারিক ঐতিহ্যকে মাথায় রেখেই হোক বা অন্য কোনও কারণেই হোক সে সবটা পরিষ্কার করে বলে না।”
আরও পড়ুন: বাঙালি গোয়েন্দারা প্রেম করতে পারবে না কেন, প্রশ্ন অঞ্জনের
ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গে। যেহেতু ছবির গল্প সত্তরের দশকের প্রেক্ষাপটে সেই কারণে নিজের চরিত্রটা নিয়ে অন্যভাবে ভাবতে হয়েছিল বলে জানালেন তিনি। “চরিত্রটা তো আজকের দিনের নয়, সত্তরের দশকের। কাজেই তার হাঁটাচলা কথাবার্তা কোনওকিছুই আজকের যুগের মতো হবে না। সেটা মাথায় রেখেই চরিত্রটা সাজিয়েছিলাম,” বললেন চূর্ণী।
ছবিতে একাধিক তারকা শিল্পী রয়েছেন। তাদের সঙ্গে অভিনয়ের রসায়ন কেমন ছিল? “হ্যাঁ তারকা অভিনেতা অবশ্যই, তবু প্রত্যেকে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন কাজটা করার আগ্রহে। খুব সুন্দরভাবে এগিয়েছে শ্যুটিং। সবার থেকেই অনেক কিছু শিখেছি। বিশেষ করে বুম্বাদার কাছে ডিসিপ্লিন শিখেছি। এতবছর কাজ করার পরেও কীভাবে এত ডিসিপ্লিন ধরে রাখা যায় সেটা ওর থেকে শিখতে হয়,” বললেন অভিনেত্রী।