‘ডান্স ডান্স জুনিয়র’-এ আসছেন করিশমা, গোবিন্দ
RBN Web Desk: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর শেষ দুই পর্বে দেখা যাবে করিশমা কাপুর ও গোবিন্দকে। নব্বইয়ের দশকে ‘রাজা বাবু’, ‘হিরো নং ১’, ‘সাজন চলে সসুরাল’ ও ‘খুদ্দার’-এর মতো সফল ছবি উপহার দিয়েছে এই জুটি। এবার তাঁদেরই দেখা যাবে ‘ডান্স ডান্স জুনিয়র’-এ বিচারকের আসনে।
প্রযোজনা সূত্রের খবর, রিয়্যালিটি শোয়ের অন্তিম দুটি পর্ব সম্প্রচারিত হবে ৪ ও ৫ জানুয়ারি। সেখানেই উপস্থিত থাকবে গোবিন্দ-করিশমা জুটি। এছাড়া ফাইনালে নাচতেও দেখা যাবে তাঁদের।
আরও পড়ুন: ঋত্বিক, মৃণাল, সত্যজিতের পৈতৃক বাড়ি সংরক্ষণের দাবি তুলল চলচ্চিত্র সংগঠন
‘ডান্স ডান্স জুনিয়র’-এ স্থায়ী বিচারক হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী। সেমিফাইনাল থেকে ছ’জন প্রতিযোগীকে ফাইনালের জন্য নির্বাচন করেছেন তাঁরা। এই শোয়ের মাধ্যমে দীর্ঘ দিন পর বাংলা টেলিভিশনে ফিরলেন মিঠুন।