নতুন বছরে কি করতে চান, জানালেন ঐন্দ্রিলা
RBN Web Desk: শুরু থেকেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বাংলায় ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি প্রথম দশের তালিকার তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে ফাগুন বউ। জনপ্রিয় এই ধারাবাহিকটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা সেন।
সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানালেন, এবার বড় পর্দায় পা রাখতে চান তিনি। অপেক্ষা করছেন জোরদার কোনও চরিত্রের যাতে তাঁর অভিনয় দক্ষতা আরও বেশি করে ফুটিয়ে তুলতে পারেন। ২০১৯-এ এটাই তাঁর প্রধান লক্ষ্য। ছবিতে অভিনয়ের প্রস্তাব এলেও, তেমন গুরুত্বপূর্ণ কোনও চরিত্রের খোঁজ এখনও তিনি পাননি, জানালেন এই অভিনেত্রী।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
এছাড়া নতুন বছরে অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে প্রেমটা আরও জমিয়ে করতে চান, এমনটাও জানালেন ঐন্দ্রিলা।
তাহলে কি দুজনের ঝগড়ার ইতি? মোটেই না। সেটা আরও কোমর বেঁধে করতে চান, বললেন ঐন্দ্রিলা।