অভিনেত্রী কবিতা চৌধুরী প্রয়াত

RBN Web Desk: চলে গেলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। কয়েকদিন আগে তাঁকে অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। অভিনেত্রীর মৃত্যুর খবরে সিলমোহর দেন তাঁর ভাইপো অজয় সায়ল।

১৯৮৯ থেকে ১৯৯১ পর্যন্ত টেলিভিশনে ‘উড়ান’ (Udaan) ধারাবাহিকে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন কবিতা। ধারাবাহিকটির লেখক ও পরিচালকও ছিলেন তিনি। ‘উড়ান’-এ তাঁর বিপরীতে অভিনয় করেন বিশিষ্ট পরিচালক শেখর কপূর (Shekhar Kapur)

আশির দশকে ‘উড়ান’ ছাড়াও একটি গুঁড়ো সাবানের বিজ্ঞাপনে ললিতাজি নামক চরিত্রে কাজ করে একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন কবিতা।

অভিনেত্রীর ঘনিষ্ট বন্ধু সুচিত্রা বর্মা জানিয়েছেন, বেশ কয়েকবছর ধরে কর্কট রোগ আক্রান্ত ছিলেন কবিতা।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *