কোথায় থাকব, সেটাই জানি না: সোলাঙ্কি
RBN Web Desk: নতুন বছরে কোথায় থাকবেন সেটাই জানেন না সোলাঙ্কি রায়। সম্প্রতি ধানবাদ ব্লুজ় ওয়েব সিরিজ়ে অভিনয় করে ফের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে সোলাঙ্কি বললেন, “২০১৯-এ আমি এদেশে থাকব না বিদেশে, সেটাই এখনও জানি না। তবে যে দেশেই থাকি, চেষ্টা করব ভাল থাকার এবং সবাইকে ভাল রাখার।”
গত বছর ফেব্রুয়ারী মাসে সোলাঙ্কি সাতপাকে বাঁধা পড়েন দীর্ঘদিনের বন্ধু শাক্য বসুর সঙ্গে। শাক্য কর্মসূত্রে নিউজ়িল্যান্ডে থাকেন। তাই স্বামীর কাছেই হয়ত চলে যেতে পারেন সোলাঙ্কি।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ইচ্ছেনদী ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্র মেঘলার ভূমিকায় অভিনয় করে ছোট পর্দায় পা রাখেন সোলাঙ্কি। জনপ্রিয়তার শিখরে ওঠে ধারাবাহিকটি। বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে তাঁর অভিনয় রসায়ন খুবই ভালো লাগে দর্শকের। তবে ধারাবাহিকটি শেষ হতেই বিয়ে করে বিদেশে পাড়ি দেন তিনি। অভিনয়ের টানেই আবার ফিরে আসেন কলকাতায়। সম্প্রতি ফাগুন বউ ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্বে দেখা যাচ্ছে তাঁকে।
ধানবাদ ব্লুজ়-এর পর আপাতত আর কোনও নতুন কাজে হাত দেননি তিনি, জানালেন সোলাঙ্কি।