থ্রিলারের রেসিপিতে একফোঁটা রোম্যান্স, সৌজন্যে বনি ও প্রিয়াঙ্কা

RBN Web Desk: রহস্য ছবি বেশিরভাগ দর্শকেরই প্রিয়। বড়পর্দা হোক বা ওয়েব সিরিজ়, রহস্যে আনাগোনা তাই চলতেই থাকে। এবার সেই পথেই হাঁটতে চলেছেন পরিচালক বাপ্পা (Bappa)। তাঁর নতুন ছবির নাম ‘রবিন্স কিচেন’ (Robin’s Kitchen)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)

ছবির কাহিনি কী নিয়ে?

রবিন নামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্নকে কেন্দ্র করে এগোবে কাহিনি। ছোটবেলায় মায়ের হাতের রান্নার স্বাদ ভুলতে না পারা রবিন বড়ো হয়ে ক্যাফে খোলার স্বপ্ন দেখে। বন্ধুদের হাত ধরে সেই স্বপ্ন বাস্তবও হয়। ক্যাফের নামকরণ হয় রবিন্স কিচেন। মায়ের স্পেশাল রেসিপি নিয়ে সকলের মন জয় করতে নামে বনি। একসময় তার পরিচয় হয় নীহারিকার সঙ্গে। একসঙ্গে কাজ করতে শুরু করার পর ক্রমে বনি ও নীহারিকা একে অপরকে ভালোবেসে ফেলে। ওদিকে রাজনৈতক নেতা অরিত্র রবিনের ক্যাফের জমি হাতানোর জন্য উঠেপড়ে লাগে। এসবের মাঝে রবিনের অনুপস্থিতিতে জাঁতাকলে পিষে যায় নীহারিকার জীবন।

বাপ্পা জানালেন, “রোম্যান্সের স্পর্শে তৈরি ডার্ক থ্রিলারধর্মী ছবি বা সিরিজ় খুব একটা দেখা যায় না। এখানেই আর পাঁচটা থ্রিলারের থেকে ‘রবিন্স কিচেন’ একটু আলাদা। বনিদা ও প্রিয়াঙ্কাদি খুবই সাবলীল অভিনয় করেছে।” এই ছবি খাদ্যরসিকদেরও ভালো লাগবে বলে আশা করেন তিনি।

আরও পড়ুন: পিছিয়ে গেল তব্বু-অজয়ের ছবির মুক্তি

বনি জানালেন, “থ্রিলার আমার বরাবরের প্রিয়। এই ছবির কাহিনি বেশ আঁটোসাঁটো। শুটিংয়ে রান্না করার মুহূর্তগুলো মনে থাকবে। আমি মোটেই ভালো রান্না করতে পারি না। করোনার সময়ে লকডাউনেই যা টুকটাক রান্না করেছি। এখানে আবার পেশাদার শেফের ভূমিকায় অভিনয় করতে হয়েছে। এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না।”

বাস্তব জীবনে দেখতে পাওয়া বিভিন্ন ক্যাফের সঙ্গে জড়িত মানুষের জীবনযুদ্ধও ছবিতে দেখা যাবে বলে জানালেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: সবাইকে টেক্কা দিলেন দীপিকা?

ছবির চিত্রনাট্য লিখেছেন সস্রীক গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অর্ণব চক্রবর্তী। সম্পাদনা করাছেন সায়ন্তন নাগ, ক্যামেরায় রয়েছেন অনুজিত কুণ্ডু।

১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রবিন্স কিচেন’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *