চলে গেলেন অভিনেত্রী সুচেতা চক্রবর্তী
RBN Web Desk: চলে গেলেন অভিনেত্রী সুচেতা চক্রবর্তী । টেলিভিশন ধারাবাহিক ছাড়াও বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
কর্কট রোগে আক্রান্ত হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুচেতা। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে কাজও শুরু করেছিলেন। তবে তা ছিল সাময়িক। ১৫ আগস্ট রাতে এই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। সূত্রের খবর, তার শারীরিক অবস্থার অবনতির কথা জেনেও শেষ সময়ে পাশে ছিল না পরিবারের কোনও লোকজন। টেলিভিশন ইন্ডাস্ট্রির কেউই অসুস্থতার সময় তার সাথে দেখা করতে যাননি বলে সূত্রের দাবী।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
জয়া ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান সুচেতা। কিন্তু অসুস্থতার জন্যই কমতে থাকে কাজের সংখ্যা। চেষ্টাও করেছিলেন ফিরে আসার কিন্তু তা আর সম্ভবপর হয়নি।