এবার রাজেশ খান্নার বায়োপিক

RBN Web Desk: এবার বড়পর্দায় আসছে রাজেশ খান্নার বায়োপিক। গত বেশ কয়েক বছর ধরে বায়োপিকে মজেছে হিন্দি ছবির জগত। তৈরি হয়েছে ‘ঠাকরে’, ‘ডার্টি পিকচার’, ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো ছবি। বক্স অফিসে সফলও হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘৮৩’ ছবিতেও গুরুত্ব পেয়েছে বিশ্বকাপজয়ী কপিল দেবের লড়াই। এবার রাজেশ খান্নার পালা।

রাজেশ খান্না অভিনীত ‘কাটি পতঙ্গ’, ‘আরাধনা’, ‘অমর প্রেম’, ‘আনন্দ’, ‘নমক হারাম’-এর মতো ছবি আজও সমান জনপ্রিয়। আশির দশকেও একাধিক সফল ছবিতে কাজ করেছিলেন রাজেশ। এই তালিকায় রয়েছে ‘কুদরত’, ‘অবতার’, ‘অগর তুম না হোতে’, ‘সৌতন’, ‘অলগ অলগ’-এর মতো ছবি। ১৯৯২ সালে নয়া দিল্লি লোকসভা কেন্দ্র থেকে সাংসদও নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৮ মে, ৬৯ বছর বয়সে মারা যান রাজেশ।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

জানা গেছে, গৌতম চিন্তামণির লেখা ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’ বইটি  অবলম্বনে ছবিটি পরিচালানা করবেন ফারহা খান। তবে রাজেশ খান্নার চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, সেটা এখনও জানা যায়নি।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *