বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জীবনাবসান
RBN Web Desk: প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ সন্ধ্যা ৭.৩০ নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কিছুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ৪ ফেব্রুয়ারি রাতে তাঁকে ঢাকুরিয়ায় এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তমকুমার পরবর্তী যুগে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন সন্তু মুখোপাধ্যায়। উত্তমকুমারের সঙ্গে ‘পঙ্খীরাজ’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’ ও ‘খনা বরাহ’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি কাজ করেছেন তপন সিংহ, তরুণ মজুমদার, অরিবন্দ মুখোপাধ্যায়, অঞ্জন চৌধুরী ও প্রভাত রায়ের মতো পরিচালকদের ছবিতে।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। এর মধ্যে ‘জন্মভূমি’, ‘ইষ্টি কুটুম’, ‘জল নুপূর’, ‘কুসুমদোলা’ ও ‘অন্দরমহল’ বিশেষভাবে উল্লেখ্য।