হত্যারহস্যে রূপসা
RBN Web Desk: এক দুর্ঘটনায় একটি পা হারিয়ে ফেলে রাধা। জীবন তাকে আচমকাই এনে দাঁড় করায় এক নতুন পথে। পা হারিয়ে নিজের জীবনের প্রতিকূলতাকে উপেক্ষা করে সে এগিয়ে যেতে থাকে। প্রতিটি পদক্ষেপে রাধাকে চ্যালেঞ্জ জানাতে নতুন কোনও রহস্য যেন মুখিয়ে থাকে। এরই মাঝে ঘটে যায় একটি খুন। কি হবে এরপর? টানটান রহস্যে ভরা এক নতুন মার্ডার মিস্ট্রিতে হাত দিলেন পরিচালক সঞ্জয় দাস। তাঁর এই নতুন ছবির নাম ‘নিধন’। এটি সঞ্জয়ের দ্বিতীয় ছবি।
‘নিধন’-এ রাধার ভূমিকায় দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে। এর আগে বনি সেনগুপ্তর বিপরীতে ‘কে তুমি নন্দিনী’তে রূপসার অভিনয় ছিল নজরকাড়া। ‘নিধন’-এ রূপসার সঙ্গে জুটি বেঁধেছেন মিত দাস। অন্যান্য ভূমিকায় রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সোমা চক্রবর্তী, সংযুক্তা জানা ও ভরত কল। এক পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা যাবে রজতাভকে, রাধার জীবনে যাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রূপসার সঙ্গে এই প্রথমবার কোনও ছবিতে রয়েছেন রজতাভ।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
“রাধার জীবনের অন্তর্দ্বন্দ্বের গল্প ‘নিধন’,” সংবাদমাধ্যমকে জানালেন সঞ্জয়। “মূলত একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই ছবির গল্প এগোলেও অন্যান্য মার্ডার মিস্ট্রির থেকে আমার ছবি অনেকটাই আলাদা। রাধার জীবনের অন্তিম পরিণতি কী হয় সেটা জানার জন্যে দর্শক প্রতিটি মুহূর্তে রোমাঞ্চিত হবেন।”
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেছে এই ছবির শুটিং। এ বছরের শেষেই মুক্তি পাবে ‘নিধন’।