ছোট পর্দায় আসছে নটী বিনোদিনী
RBN Web Desk: বিভিন্ন বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে এখন জীবনীনির্ভর ধারাবাহিকের ধূম। কোথাও রানী রাসমণি, কোথাও সিরাজদ্দৌলা, আবার কোথাও বা নেতাজি। সেই ধারা বজায় রেখেই এবার ছোট পর্দায় আসছে নটী বিনোদিনী ।
নাট্যকার গিরীশচন্দ্র ঘোষের শিষ্যা বিনোদিনী দাসীর অভিনয় জীবন শুরু বারো বছর বয়স থেকে। পরিচালক জন হালদার সংবাদমাধ্যমকে জানালেন, বিনোদিনীর জীবনের সব ঘটনাই তিনি তুলে আনবেন ধারাবাহিকটিতে। কোনও ভাবেই কিংবদন্তী এই নায়িকার জীবনী থেকে বিচ্যূত হবে না গল্প, দাবী জনের।
আমাকে কেউ ডাকে না: কবীর সুমন
১৮৭৯ সালের পটভূমিকায় শুরু হবে ধারাবাহিকটির গল্প। ছোট বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বানী দে আর নটীর বড় বয়সের চরিত্রে দেখা যাবে স্বাগতা সেনকে। দুই অভিনেত্রীই টেলিভিশনে নতুন মুখ। গিরীশ ঘোষের চরিত্রে রয়েছেন কুশল চক্রবর্তী।