গল্পকার রুদ্রনীল, পরিচালক সৃজিত, মুক্তি পেল ভিঞ্চিদা ট্রেলার

কলকাতা: এক গুণী মেকআপ আর্টিস্ট। ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে চান নিজের প্রতিভা ও ক্ষমতা দিয়ে। তবে গুণী হওয়া সত্বেও পান না কাজ, কাজের কদর। সেই হতাশা থেকে জন্ম নেয় প্রতিহিংসা। নিজের শিল্পকে হাতিয়ার করে ইন্ডাস্ট্রির নামী মানুষদের ওপর প্রতিশোধ নিতে শুরু করেন এই শিল্পী। তার সঙ্গে হাত মেলান আরেকজন।

‘বাইশে শ্রাবণ’ ও ‘চতুষ্কোণ’-এর পর তাঁর তৃতীয় থ্রিলার ‘ভিঞ্চিদা’ নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মূল কাহিনী রুদ্রনীল ঘোষের। ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ভরত কল ও ঋদ্ধি সেন।

আজ শহরে এই ছবির ট্রেলার মুক্তি উপলক্ষ্যে সংবাদমাধ্যমকে রুদ্রনীল বলেন, “আসলে একজন শিল্পীর ক্ষমতা এতটাই যে সে যদি এই ক্ষমতাকে অন্যভাবে ব্যবহার করে তাহলে অনেক কিছুই করে ফেলতে পারে। এই ভাবনা থেকে গল্পটা লেখা। পরে সৃজিতের সঙ্গে বসে সেটা আরও ঘষামাজা করা হয়েছে।”

তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও

ছবির কেন্দ্রীয় চরিত্র সেই মেকআপ আর্টিস্ট (রুদ্রনীল) লিওনার্দো দ্য ভিঞ্চির একজন একনিষ্ঠ ভক্ত। লোকে তাকে ভিঞ্চিদা বলে ডাকে। তার মতে শিল্পই বিজ্ঞান আর বিজ্ঞানই শিল্প। প্রতিভার কদর না পেয়ে প্রতিহিংসার পথে বা বাড়ায় ভিঞ্চিদা। এরপর কাহিনীতে প্রবেশ করে আদি বোস (ঋত্বিক)। আইনের রক্ষাকর্তা বলে দাবী করলেও আইন নিজের হাতে তুলে নিতে দ্বিধা করে না আদি। মিলে যায় দুটি মানুষের লক্ষ্য। ঘটতে থাকে একের পর এক অপরাধ।

“আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান ও ব্যস্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজ দেখেই এই গল্পটা লেখার কথা মাথায় আসে,” জানালেন রুদ্রনীল।

যে মৃত্যু আজও রহস্য

ছবি প্রসঙ্গে পরিচালক সৃজিত জানালেন, “প্রথমবার রুদ্রনীলের কোনও গল্প নিয়ে কাজ করছি। আমারও কিছুটা অবদান আছে গল্পে। সেদিক দিয়ে দেখলে দুজনে মিলেই রান্নাটা করেছি। তবে এটা কোনও হুডানইট নয়। গল্পটা যদি আমি লিখতাম, তাহলেও এই দুটো চরিত্রে রুদ্র আর ঋত্বিককেই নিতাম, কেন না এই দুজনের মধ্যে সাধারণকে অসাধারণ করার ক্ষমতা আছে।”

শাহজাহান রিজেন্সির পর থ্রিলার নিয়ে কাজ করা প্রসঙ্গে রেডিওবাংলানেট-কে সৃজিত জানালেন,  “কোনও একটা থিম ধরে পরের পর কাজ হয়ে যাবে এমনটা হতে পারে না। প্রতিটা ছবিতেই অন্য ধরণের বিষয় নিয়ে কাজ করার ইচ্ছে থাকেই।”

সত্যজিৎ ও রেলভূত

যাঁর হাতের কাজ এই ছবির অনুপ্রেরণা, সেই সোমনাথ কুণ্ডু জানালেন, “ভিঞ্চিদার আগে বাংলা ছবিতে এই পর্যায় প্রস্থেটিকসের কাজ হয়নি। কিছুটা করেছিলাম সৃজিতের ‘এক যে ছিল রাজা’-তে। মুম্বইয়ের শিল্পীরা এরকম কাজ হামেশাই করে থাকেন।”

ভিঞ্চিদার সঙ্গীত হেঁসেল সামলেছেন অনুপম রায়। তিনি জানালেন, “ছবিতে তিনটি গান থাকছে। তিনটি গানই সমসাময়িক ধারাকে মাথায় রেখে বানানো।”

১২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ভিঞ্চিদা।

ছবি: প্রতিবেদক

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *