আমাকে কেউ ডাকে না: কবীর সুমন
কলকাতা: বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য কেউ তাঁকে ডাকে না, ক্ষোভের সঙ্গে এমনটাই জানালেন কবীর সুমন । ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশ করে বাংলা গানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এই শিল্পী।
সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে কবীর সুমন বলেন, কেন তাঁকে ডাকা হয়না তা তিনি জানেন না। কয়েক বছর আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁকে দিয়ে ‘জাতিস্মর’ ছবির সঙ্গীত পরিচালনা করিয়েছিলেন। ছবিতে বিভিন্ন সময়ের বাংলার কবি ও কবিয়ালদের গান ছিল। এই ছবির সঙ্গীত তিনি ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব ছিল না, দাবী সুমনের।
‘সবাইকে তো খুশি করে ছবি করা সম্ভব নয়’
২০১৩ সালে এই ছবির জন্য চলচ্চিত্রে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পান কবীর সুমন।
তাঁর সঙ্গীত পরিচালনায় অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘শঙ্কর মুদি’ মুক্তি পাচ্ছে শীঘ্রই। এছাড়াও অনিকেতের পরবর্তী ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’তে সঙ্গীত হেঁসেল সামলাচ্ছেন সুমন।