পাল্টে যাচ্ছে দিদি নাম্বার ওয়ান

RBN Web Desk:  প্রথম সম্প্রচার হয়েছিল ২০১০ সালে। প্রতি বছরই লাফিয়ে বেড়েছে এর জনপ্রিয়তা। আট বছর পেরিয়ে দিদি নাম্বার ওয়ান এখন বাংলা টেলিভিশনের সর্বাধিক জনপ্রিয় নন-ফিকশন শো-এর অন্যতম। গত বেশ কয়েক বছর ধরে এই শো-এর সঞ্চালনা করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

প্রায় তিন হাজার পর্ব অতিক্রম করে এবার বদল আসতে চলেছে দিদি নাম্বার ওয়ান-এ। চ্যানেল সূত্রের খবর, সঞ্চালনার দায়িত্বে রচনাই থাকছেন। এই শো-এর বিপুল জনপ্রিয়তার পেছনে মূলত রচনার উপস্থাপন শৈলীই দায়ী বলে মনে করছেন চ্যানেল কর্তৃপক্ষ। এর আগে জুন মালিয়া ও দেবশ্রী রায়ও সঞ্চালনা করেছেন এই শো। কিন্ত রচনার জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছতে পারেননি কেউই। তাই রচনা থাকছেনই।

জসীমুদ্দিনের নকশী কাঁথা এবার বড় পর্দায়

তবে পাল্টে যাচ্ছে এই শো-এর চেনা ছক। অনেক নতুন খেলা ও সাজসজ্জা নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে দিদি নাম্বার ওয়ান। এই পর্যায়ে প্রথম পর্ব সম্প্রচার হবে ১৬ ডিসেম্বর।

সমাজের বিভিন্ন স্তরের নারীরা এই শো-এ অংশগ্রহণ করে থাকেন। বংলা ধারাবাহিকের শাশুরি-বৌমা-ননদের কূটকচালি বর্জন করে এই শো সত্যিই অন্যরকম। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *