ডিস্ট্রিবিউটরদের আপত্তি, স্বপ্নদৃশ্যে এলেন নায়িকা

Web Desk: সালটা ১৯৫২। বিশাল বাজেটের এক ছবি তৈরি করলেন পরিচালক মেহবুব খান। ছবির নাম ‘আন’। প্রথম ভারতীয় টেকনিকালার ছবি হিসেবে গোটা পৃথিবীতে মুক্তি পাবে ‘আন’। ছবির নায়ক দিলীপ কুমার। ডিস্ট্রিবিউটরদের দেখানো হলো প্রথম প্রিন্ট। পছন্দ হলো না তাঁদের। ছবির অন্যতম নায়িকা এত তাড়াতাড়ি মারা গেলে কী করে চলবে? নায়িকার এত কম স্ক্রিন টাইম মানে তো বক্স অফিসে গঙ্গাপ্রাপ্তি। বহু মানুষ তো শুধু সেই নায়িকাকেই দেখতে আসবে।

নিরুপায় পরিচালক অগত্যা নায়িকাকে নিয়ে ছবির বাকি অর্ধে একটি স্বপ্নদৃশ্য জুড়ে দিলেন। তাতে বেড়ে গেল নায়িকার পর্দায় উপিস্থিতির দৈর্ঘ্য। মুক্তি পেল ‘আন’, ছবি মারকাটারি হিট।

আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সমদর্শী

যে নায়িকাকে ঘিরে এত কান্ড হয়েছিল তিনি নিম্মি, যাঁর আসল নাম নওয়াব বানো। পরিচালক রাজ কাপুর তাঁর নামকরণ করেছিলেন নিম্মি। ১৯৪৯-এ ‘বরসাত’ দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি, ছবির নায়িকা ছিলেন নার্গিস। পার্শ্বনায়িকা হিসেবে নতুন মুখ খুঁজছিলেন রাজ। নিম্মিকে নিলেন প্রেমনাথের বিপরীতে। ছবিতে রাজ, নার্গিসের মতো মহাতারকারা থাকা সত্বেও নিম্মির অভিনয়ের প্রশংসা হলো সর্বত্র। তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাজ ছাড়াও নিম্মি কাজ করেছেন দিলীপ কুমার, দেব আনেন্দর মতো নায়কদের সঙ্গে। 

‘আন’-এর লন্ডন প্রিমিয়রে উপস্থিত ছিলেন নিম্মি। হলিউড ছবিতে অফারও পেলেন। আলাপ হলো অভিনেতা এরোল ফ্লিনের সঙ্গে। নিম্মির হাতে চুম্বন করতে চাইলেন এরোল। প্রত্যাখান করলেন নিম্মি, সরিয়ে নিলেন হাত। বললেন, তিনি ভারতীয় নারী, এটা তাঁর সঙ্গে করা যায় না। আশ্চর্য হয়ে গেল ব্রিটিশ মিডিয়া, নিম্মির নতুন নাম হলো ‘আনকিসড গার্ল অফ ইন্ডিয়া’।

২৫ মার্চ মুম্বইতে ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন নিম্মি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *