অ্যাঞ্জেলিনাই অনুপ্রেরণা, জানালেন সৃজিত

RBN Web Desk: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির (Angelina Jolie) জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society) ছবিটি, জানা গিয়েছে এমনটাই। ২০১২ সালে মুক্তি পেয়েছিল সৃজিতের ‘হেমলক সোসাইটি’ (Hemlock Society) ছবিটি। কোয়েল মল্লিক (Koel Mallick) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত সেই ছবির পরবর্তী ভাগ হিসেবেই আসছে নতুন ছবিটি। এই ছবিতে পরমব্রতর সঙ্গে থাকছেন কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। 

‘কিলবিল সোসাইটি’ ছবির গল্পের অনুপ্রেরণা সৃজিত পেয়েছিলেন অ্যাঞ্জেলিনার একটি সাক্ষাৎকার থেকে। ২০০৩ সালে অ্যাঞ্জেলিনা একটি সাক্ষাৎকারে জানান যে তিনি ২২ বছর বয়সে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। আর সেই কারণে তিনি একজন হিটম্যানকে নিয়োগও করেন। কারণ তিনি চাননি তাঁর মৃত্যু আত্মহত্যা হিসেবে মানুষের সামনে আসুক। আপনজনদের কষ্টের কথা ভেবেই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: আবারও একসঙ্গে জন-অক্ষয়?

কিন্তু তাঁকে চমকে দিয়ে সেই হিটম্যানই তাঁকে অনুরোধ করে এত কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখতে। দু’মাস সময় নিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। তারপর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

আজ সৃজিত নিজেই সেই সাক্ষাৎকার সম্পর্কিত একটি লিংক পোস্ট করে এই কথা জানিয়েছেন। 

‘কিলবিল সোসাইটি’ ছবিতে মৃত্যুঞ্জয় কর চরিত্রে থাকবেন পরমব্রত। কৌশানির চরিত্রের নাম পূর্ণা।

১১ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। 

ছবি: গেটি ইমেজেস




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *