অশোকের ছবিতে ঋতব্রত, অনুষা
RBN Web Desk: অবসরপ্রাপ্ত সুধীনবাবু স্ত্রীর মৃত্যুর পর থেকে একাই থাকেন। ছেলে বাইরে থাকলেও খুব একটা খোঁজখবর নেয় না। হঠাৎ একদিন পাড়ার ছেলেরা সুধীনবাবুকে তাদের পথিকৃৎ নামক নাট্যদলের একটি নাটকে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানান। প্রথমে ইতস্তত করলেও পরে তিনি রাজি হয়ে যান। মহলা কক্ষে প্রখ্যাত চিত্র পরিচালক এবং নাট্যাভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে তার আলাপ হয়।
নাট্যদলে অল্পবয়সী রাজেশের সঙ্গে সুধীনবাবুর বন্ধুত্ব গড়ে ওঠে। সুধীন অভিনয়ে তেমন পটু নন জেনেও রাজেশ কখনও তাকে অবজ্ঞা করে না। উল্টে তাকে সবসময় সাহায্য করার চেষ্টা করে।
সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন কোভিড অতিমারির প্রকোপে জনজীবন স্তব্ধ হয়ে যায়। সুধীনবাবুর জীবনে অন্ধকার নেমে আসে। একাকীত্ব আবার তাকে গ্রাস করে। কোনও এক মহাজাগতিক ফিসফিস যেন তাকে এক বিস্ময়কর স্বপ্নরাজ্যে উপস্থিত করে। বিদীপ্তা নামের এক মহিলা তাকে বিভ্রান্ত করে দেয়। কে এই বিদীপ্তা? ইনি কি সুধীনবাবুর স্ত্রী?
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এরকমই এক কাহিনী নিয়ে পরিচালক অশোক বিশ্বনাথন শুরু করেছেন তাঁর নতুন ছবি ‘হেমন্তের অপরাহ্ন’। সম্প্রতি যোগেশ মাইম অ্যাকাডেমিতে এই ছবির একটি অংশের শ্যুটিং হয়ে গেল। ‘হেমন্তের অপরাহ্ন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্যামল ভট্টাচার্য, অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, রূপসা গুহ, সুব্রত দত্ত, মৌবনী সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যান্যরা। অশোক নিজেও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
অশোক জানালেন, “একটি নাট্যদলের পর্দার নেপথ্যে কী ঘটে, সেটা দেখা যাবে এই ছবিতে। পাশাপাশি উঠে আসবে কোভিডের সময় মানুষের অসহায়তা, অবসাদ, হতাশার কথাও।”