সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সমদর্শী
RBN Web Desk: বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সমদর্শী দত্ত। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এ এই চরিত্রে দেখা যাবে তাঁকে। কিংবদন্তি অভিনেতার জীবনে সুনীল, শক্তি চট্টোপাধ্যায় সহ ‘কৃত্তিবাস’ গোষ্ঠীর ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। একই সময়ে বন্ধু নির্মাল্য আচার্যর সঙ্গে ‘এক্ষণ’ সম্পাদনা করতেন সৌমিত্র। তাই সৌমিত্রর জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ও থাকছে ছবিতে।
‘কৃত্তিবাস’-এও এক সময় নিয়মিত কবিতা লিখতেন সৌমিত্র। ব্যক্তিগত স্তরে সুনীল-শক্তির সঙ্গে তাঁর বন্ধুত্বও ছিল গভীর। ১৯৭০-এ সুনীলের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সৌমিত্র।
আরও পড়ুন: টেকনিশিয়নদের জন্য তহবিল গঠনে এগিয়ে এল বিনোদন জগত
এর আগে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘জীবনস্মৃতি’তে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন সমদর্শী।
গোটা দেশে লকডাউনের জেরে আপাতত স্থগিত আছে ‘অভিযান’-এ শুটিং।