জন্মশতবর্ষে সত্যজিৎকে অভিনব শ্রদ্ধাজ্ঞাপন প্রদ্যুতের

RBN Web Desk: পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁকে এক অভিনব শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিশিষ্ট পারকাশনিস্ট প্রদ্যুৎ মুখোপাধ্যায়। সত্যজিতের জন্মদিনে গ্লোবাল ইন্ডিয়ান মিউজ়িক অ্যাকাডেমির (জিমা) পুরস্কারে সম্মানিত প্রদ্যুৎ মাউথ পারকাশনের মাধ্যমে বাজালেন ফেলুদা থিম। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোনার কেল্লা’ ছবিতে ফেলুদা থিমের সুরসৃষ্টি করেছিলেন সত্যজিৎ নিজেই।

“সত্যজিতের ছবি দেখে আমি বড় হয়েছি,” সংবাদমাধ্যমকে জানালেন প্রদ্যুৎ। “বাংলা ছবির জগৎ তাঁর হাত ধরে সমৃদ্ধ হয়েছে। সারা বিশ্বের কাছে তিনি বাংলা ছবিকে পৌঁছে দিয়েছেন যার স্বীকৃতি স্বরূপ এসেছে অস্কার। সুরস্রষ্টা হিসেবে রবীন্দ্রসঙ্গীত হোক বা ভারতীয় কিংবা পাশ্চাত্য ক্লাসিকাল, যে কোনও ধরণের সুরকে তিনি নিজের প্রতিটা ছবিতে অসামান্য দক্ষতার সঙ্গে পরিবেশন করেছেন। তাঁর সুরের জ্ঞান প্রতিটি ছবিকে আরও বেশি জীবন্ত ও বাস্তব করে তুলেছে।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

প্রদ্যুতের প্রিয় ছবি ‘সোনার কেল্লা’। তাই সত্যজিতের অসংখ্য ভালো সুরের মধ্যে থেকে ফেলুদা থিম মিউজ়িকটি তিনি বেছে নিয়েছেন পরিচালকের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে।

Tribute to Satyajit Ray on His Birth Centenary by Prodyut Mukherjee

Mouth Percussion on Feluda Theme

Gepostet von Radio Bangla Net am Freitag, 1. Mai 2020

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *