অরিন্দম শীলের ছবিতে নাইজেল
RBN Web Desk: অরিন্দম শীলের ছবিতে অভিনয় করতে চলেছেন নাইজেল আকারা। গত বছর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘গোত্র’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নাইজেল। বক্স অফিসে ১০০ দিন অতিক্রম করেছিল ‘গোত্র’ এবং ২০১৯-এর অন্যতম সফল ছবি ছিল।
সেই ছবির পর এবার অরিন্দমের ‘তীরন্দাজ শবর’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নাইজেলকে দেখা যাবে। এই প্রথম অরিন্দমের সঙ্গে কাজ করতে চলেছেন নাইজেল। পরিচালকের দাবি, একদম নতুন রূপে নাইজেলকে এই ছবিতে দেখা যাবে। নাইজেল নিজেও অরিন্দমের সঙ্গে কাজ করা নিয়ে উৎসাহী।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
নাইজেল ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, দেবলীনা কুমার, দেবযানী চট্টোপাধ্যায় ও শঙ্কর চক্রবর্তী। এ ছাড়াও একজন বিশিষ্ট শিল্পীকে এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানালেন অরিন্দম।
পরশু থেকে যোধপুর পার্ক এলাকায় শুরু হচ্ছে ‘তীরন্দাজ শবর’-এর শুটিং।
ছবি: অর্ক গোস্বামী