অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেকের চক্ষুশূল হয়েছি: শ্রীলেখা
RBN Web Desk: বরাবর নিজের অবস্থান সম্পর্কে ভীষণ স্পষ্ট শ্রীলেখা মিত্র। সে বিচারকের আসন থেকে বাদ পড়াই হোক বা অভিনয় জগতে কাজ পাওয়ার ক্ষেত্রে স্বজনপোষণই হোক। ‘আপোস’ শব্দটি তাঁর অভিধানে নেই। অভিনয় নিয়ে কী হলো বা কী হতে পারত, তাঁর শরীরে ভাঁজ দেখে নেটাসুররা কি মন্তব্য করল, এই সবকিছু থেকে তিনি বহুযোজন দূরে।
এবার পরিচালক ভূমিকায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রীলেখা । শীঘ্রই শুরু হবে তাঁর ওয়েব ছবির শুটিং। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন ভরত কল ও চান্দ্রি মুখোপাধ্যায়। বন্ধু-প্রযোজকের হাত ধরে নিজেরই লেখা সাইকো-থ্রিলার গল্প দিয়ে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ওদিকে এক দশকেরও বেশী সময় পর ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে একটানা মেগাধারাবাহিকে কাজ করার মতো ধৈর্য তাঁর নেই, এমনটাই বললেন শ্রীলেখা। “তা বলে কাজ বন্ধ নেই। হয়ত টেলিভিশনে আমাকে দেখা যাচ্ছে না কিন্তু তার বাইরেও অনেক কাজ আছে। আমার নিজস্ব চ্যানেল আছে, পড়াশোনা আছে,” বললেন তিনি।
বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা তাঁর নীতি, মতাদর্শ কি তাহলে অভিনেত্রী শ্রীলেখাকে বঞ্চিত করছে? “নিশ্চয়ই! তার প্রমাণ তো সকলের সামনে। টেলিভিশনে বিচারকের আসনে আমি নেই। আমি জানতাম এটা হবে। তবে এমন আচমকা হবে সেটা ভাবিনি। বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে প্রযোজনা সংস্থা বা চ্যানেলের চক্ষুশূল হতে হয়েছে। তার গুচ্ছের প্রমাণ রয়েছে,” হেসেই রেডিওবাংলানেট-কে বললেন শ্রীলেখা।