মুক্তি পেল ‘জিও জামাই’
কলকাতা: গতকাল শহরে মুক্তি পেল নেহাল দত্ত পরিচালিত ‘জিও জামাই’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায় ও ঈশানী ঘোষ। অন্যান্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী ও মৌমিতা চট্টোপাধ্যায়।
“মজার মোড়কে একটি সিরিয়াস সমস্যা নিয়ে এই ছবিটা করেছি আমরা,” বললেন নেহাল। “ছবির গল্পের মাধ্যমে আমরা একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।”
এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুমিত গঙ্গোপাধ্যায়। মূলত খলচরিত্রে জনপ্রিয় হলেও সুমিতকে এই ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে বলে জানালেন পরিচালক।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
এই নিয়ে তৃতীয়বার ‘জামাই’ হলেন হিরণ। এর আগে ‘জামাই ৪২০’ ও ‘জামাই বদল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। “মূলধারার ছবি থেকে সরে এসে ‘জিও জামাই’ একটি অন্যধারার গল্প,” জানালেন হিরণ। “এটি একটি ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর গল্প। সাধারণত লোকে আমাকে আদ্যোপান্ত বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে দেখতে অভ্যস্ত। সেদিক থেকে এই ছবি একেবারেই অন্যরকম। একটা ছেলে যার বিয়ে হতে চলেছে, তার হবু শ্বশুর-শাশুড়ির মধ্যে যদি একটা সুস্থ সম্পর্ক না থাকে তবে সে কীভাবে ভালো জামাই হয়ে উঠবে, এটা নিয়েই এগিয়েছে ছবির গল্প।”
ছবির চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার ও সায়ন্তনী পুততুন্ড। ‘জিও জামাই’ নামটিও সায়ন্তনীর দেওয়া। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন। তিনটি গান রয়েছে এই ছবিতে।