আবারও ইন্দ্রদীপের ছবিতে কৌশিক
RBN Web Desk: আবারও ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবিতে অভিনয় করতে চলেছেন পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এর আগে ইন্দ্রদীপের ‘কেদারা’, ‘বিসমিল্লাহ’ ও ‘উত্তরণ’ ছবিতে অভিনয় করেছেন কৌশিক। শেষোক্ত ছবিটি সরাসরি ডিজিটাল মাধ্যমে মুক্তি পায়।
জানা গেছে ইন্দ্রদীপের নতুন ছবির নাম ‘মেঘ পিওন’। এই ছবির মাধ্যমে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতে চলেছেন তিনি। উল্লেখ্য, কৌশিকের পরিচালনায় ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আরেকটি প্রেমের গল্প’ ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ।
তবে ইন্দ্রদীপের ছবিতে কৌশিক ছাড়া আর কারা থাকছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। নির্মাতা সংস্থার তরফ থেকে ২২ আগস্ট ছবির অন্যান্য শিল্পীদের নাম ঘোষণা করার কথা। সেপ্টেম্বরে শুরু হয়ে পুজোর আগেই শেষ হতে পারে শ্যুটিং।
পরিচালক ছাড়াও ছবির কাহিনিকার ইন্দ্রদীপ। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।