আইনী জটিলতায় বন্ধ শরদিন্দুর ব্যোমকেশ সিরিজ়ের কাজ
RBN Web Desk: আইনী জটিলতায় বন্ধ হয়ে গেল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকে নিয়ে ওয়েব সিরিজ়ের কাজ। ব্যোমকেশকে নিয়ে বড় পর্দায় সম্প্রতি একাধিক বাংলা ছবি এসেছে এবং এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরমব্রতকে নিয়ে সায়ন্তন ঘোষালের ‘দুর্গ রহস্য’ বড় পর্দায় মুক্তি পাবে আগামী বছর।
সমস্যাটা ঠিক কোথায়?
সম্প্রতি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম আড্ডাটাইমসের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে শরদিন্দুর ‘শৈল রহস্য’ নিয়ে একটি ওয়েব সিরিজ় তৈরী করবেন তাঁরা এবং ব্যোমকেশ ও তার স্ত্রী সত্যবতীর চরিত্রে অভিনয় করবেন গৌরব চক্রবর্তী ও ইশা সাহা। এরপরেই শুরু হয় ঝামেলা। আরেকটি জনপ্রিয় ওয়েব মাধ্যম হইচই দাবী করে, ব্যোমকেশকে নিয়ে সব গল্পের ডিজিটাল রাইটস তাঁদের। তাই আড্ডাটাইমস ব্যোমকেশকে নিয়ে কোনও ওয়েব সিরিজ় তৈরী করতে পারে না। উল্লেখ্য, হইচইয়ে বহুদিন ধরেই ব্যোমকেশকে নিয়ে ওয়েব সিরিজ় সম্প্রচার হয়ে আসছে। এই সিরিজ়ে ব্যোমকেশ ও সত্যবতীর ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধিমা ঘোষ।
আরও পড়ুন: ছবি না দেখেই বিতর্কিত মন্তব্য করা কিছু মানুষের স্বভাব: অজয় দেবগন
হইচইয়ের তরফে এই মর্মে আইনী চিঠি পাওয়ার পর আড্ডাটাইমস কর্তৃপক্ষ যোগাযোগ করে প্রযোজক-পরিচালক স্বপন ঘোষালের সঙ্গে। স্বপনবাবুর কাছ থেকেই ‘শৈল রহস্য’র ডিজিটাল রাইটস কিনেছিল এই সংস্থা। স্বপনবাবু এরপর আলিপুর আদালতের দ্বারস্থ হন। সংবাদমাধ্যমের কাছে স্বপনবাবু দাবী করেছেন যে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত গতকাল ব্যোমকেশ সংক্রান্ত সমস্ত ওয়েব সিরিজ়ের কাজ বন্ধ রাখার অন্তবর্তী আদেশ দিয়েছে।