নারীর ওপর অত্যাচারের কাহিনী নিয়ে ‘দানব’
RBN Web Desk: নারীকে দেবী রূপে পূজা করা হয়, আবার বাস্তবে সেই নারীর ওপরেই পুরুষ চরিতার্থ করে তার লোভ লালসা ও যৌন আক্রোশ। এই বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে আতিউল ইসলামের (Atiul Islam) ছবি ‘দানব’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukherjee) ও পিয়ার খান। এছাড়াও থাকবেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), লাবনী সরকার (Laboni Sarkar), কৌশিক বন্দ্যোপাধ্যায় (Kaushik Banerjee), অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Banerjee), অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার। বাস্তবের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি গড়ে উঠেছে থ্রিলারের মোড়কে।
ছবিতে রূপসাকে দেখা যাবে উমা নামের এক সাধারণ নার্সের ভূমিকায়। অন্যদিকে পিয়ার থাকছেন এক ডোমের চরিত্রে, নাম শিবা। যে মর্গে শিবা ডোমের কাজ করে সেখানে একদিন উমার মৃতদেহ আসে পোস্টমর্টেমের জন্য। শিবার জীবনের একমাত্র কাছের মানুষ, ভালোবাসার মানুষ ছিল উমা। সেই উমার দেহকেই কাটাছেঁড়া করতে হবে তাকে। কী করবে শিবা? অন্যদিকে পরেরদিন সংবাদ মাধ্যমে খবর বেরোয় মর্গে একটি লাশকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। এ কোন বাস্তবের সামনে দাঁড়িয়ে আজ শিবা! ঘটনা কোনদিকে বাঁক নেবে এবার?
আরও পড়ুন: বিশেষ চরিত্রে আমির খান?
আতিউল জানালেন, “ছবিতে কঠিন বাস্তবকে তুলে ধরা হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ ঠিক কতটা নৃশংস, সেটাই উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে সেই কাহিনীই দেখা যাবে ছবিতে।”
ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। আগামী মাসেই শুরু হবে ‘দানব’-এর শুটিং।