দুই শীর্ষ চ্যানেলের সংঘাত নিয়ে নতুন ধারাবাহিক
RBN Web Desk: প্রভাবশালী শিল্পপতির মেয়ে রোজা। অর্থ আর ক্ষমতার প্রাচুর্য দেখে বড় হয় সে। একটা সময় সবার অমতে রোজা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে রুপাইকে বিয়ে করে। যোগ্যতা অনুযায়ী দুজনেই দুটো আলাদা বৈদ্যুতিন সংবাদমাধ্যমে চাকরি পায়। এই দুই শীর্ষ চ্যানেল একে অপরের বিরোধী। কর্মক্ষেত্রের বিরোধ ক্রমেই দুজনের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরাতে থাকে।
এদিকে কর্মক্ষেত্রে পুত্রবধূ বাড়ির ছেলেকে সবদিক থেকে ছাপিয়ে যাচ্ছে দেখে রূপাইয়ের বাড়ির লোক রোজাকে সাংসারিক দায়িত্বের নামে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চায়। স্বাধীনচেতা, আত্মনির্ভর, মেধাবী রোজা তার লক্ষ্যে অবিচল থাকতে স্বামীর পরিবারের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। ক্রমে সে বুঝতে পারে রুপাই আর আগের মতো নেই। রোজার ছোট-ছোট ভুল রুপাইয়ের চোখে বড় হয়ে ধরা দেয়। সবকিছুর জন্য রুপাই রোজার সংসারের প্রতি দায়বদ্ধতা না থাকাকেই দায়ী করে।
আরও পড়ুন: হাফপ্যান্ট পরে অভিনয়, কিশোরের প্রস্তাবে সত্যজিতের অট্টহাসি
এক সময় দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। রোজার পরিবার থেকে পাকাপাকিভাবে রুপাইয়ের থেকে আলাদা থাকার চাপ দেওয়া শুরু হয়। দুই পরিবারের শিক্ষা, রুচি এবং মানসিকতার বিস্তর ব্যবধান থাকলেও কোনও এক সময় রোজা ও রুপাই দুজনেই বুঝতে পারে তারা এখনও দুজন দুজনকে ভালোবাসে।
দুই পরিবারের ব্যবধান, মধ্যবিত্ত মানসিকতা, সংসারের বেড়াজাল, পেশাগত দায়বদ্ধতা পেরিয়ে রোজা আর রুপাই কি পারবে ভালোবাসা দিয়ে নকশি কাঁথা বুনতে?
রোজা এবং রুপাইয়ের চরিত্রে অভিনয় করছেন পিয়া দেবনাথ ও অর্ণব চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন মালবিকা সেন, মিলন রায়চৌধুরী, রাহুল চক্রবর্তী, রাজশ্রী ভৌমিক, পৌলমী দাস, সুবান রায়, অনিন্দিতা দাস ও আরও অনেকে।
আগামীকাল থেকে রাত ৮:৩০টায় এন্টারটেন বাংলায় দেখা যাবে ‘রোজা’।