জমজমাট বিয়েবাড়ির আসর নিয়ে ‘গাঙ্গুলিজ় ওয়েড গুহজ়’

RBN Web Desk: সম্পর্ক হয় সমানে-সমানে। আর বিয়ে? সেটা নাকি হয় দুই পরিবারে। তবে এখানে বিয়ে তার থেকেও বেশি কিছু। উত্তর কলকাতার নীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা। গুহরা শিল্পচর্চা নিয়েই থাকেন, প্রায় সকলেই কিছু না কিছু জানে। কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ বা কত্থক। আর সপ্তাহান্তে সান্ধ্য আসর জমায় ক্লাবে। অন্যদিকে গাঙ্গুলিরা উত্তর কলকাতার বনেদি পরিবার। যারা কিনা টপ-টু-বটম ভাড়ার যুগে ঘুণ ধরা, পুরনো আসবাব আর কোচবিহারের রাজপরিবারের সঙ্গে লতায়-পাতায় কোনও এক সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন। নামকরা উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়র নিয়ে একান্নবর্তী পরিবার গাঙ্গুলিরা।

এই দুই পরিবারের মধ্যে ততটাই পার্থক্য যতটা ইলিশ আর চিংড়িতে, কাতল আর কাতলাতে, ঝোল আর চচ্চড়িতে। কিন্তু তাও দুই পরিবার এক জায়গায় জড়ো হয়েছে একটাই কারণে। বেশ কিছুদিনের প্রেমপর্ব শেষে তাদের বাড়ির দুই ছেলেমেয়ের সম্পর্ককে পরিণতি দিতে চলেছে।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

গাঙ্গুলি আর গুহরা পরস্পরকে ঠিক কতটা অপছন্দ করে, সেটা এই বিয়েবাড়ি থেকেই বোঝা যায়। পাকা দেখা থেকে শুরু করে, আইবুড়োভাত হয়ে বিয়ে এবং রিসেপশন সবেতেই মতভেদ। পাকা দেখার দিনই সইসাবুদ নাকি বিয়ের দিন, পুরনো বনেদি সাতনরী হার নাকি হালফ্যাশনের হালকা সোনার নেকলেস, বাসি বিয়ে নাকি রাত্রেই সিঁদুর দান, কনে নিজেই নিজের বরকে সাতবার প্রদক্ষিণ করবে নাকি ভাই-দাদারা পিঁড়ি ধরবে, এই করতে-করতে শেষে মিল হবে কি দুই পরিবারে?

বর্তমানে প্রায় সবকটি ওয়েব সিরিজ়ের গল্প ক্রাইম থ্রিলার কেন্দ্রিক, সেখানে এরকম একটা পারিবারিক গল্পকে সিরিজ়ের মাধ্যমে তুলে ধরার কারণ কী?




“মানুষের জীবন থেকে সারল্য উধাও হয়ে গেছে,” রেডিওবাংলানেট-কে জানালেন সমদর্শী। “গত দুবছর ধরে চলা এই মহামারী পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়েছে। কোনও কিছুই আর স্বাভাবিক নিয়মে চলছে না। তাই এরকম একটা সময়ে রক্ত আর রহস্যের চেনা ছক ভেঙে মানুষকে একটু প্রাণখোলা আনন্দ দিতেই এই গল্পটা লেখা।”

পরিচালনার পাশাপাশি এই সিরিজ়ে অভিনয়ও করতে দেখা যাবে সমদর্শীকে। গল্পের কাহিনীকারও তিনি। সমদর্শীর বিপরীতে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপা বসু, শুভ্রজিৎ দত্ত, সৌম্য সেনগুপ্ত, রানা বাসু ঠাকুর, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কৌশিকী গুহ, সৌম্য বন্দ্যোপাধ্যায়, ঈপ্সিতা দেবনাথ, শ্রেয়া ভট্টাচার্যরা। সিরিজ়ের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিত্র সেনগুপ্ত, সঙ্গীত পরিচালনা করেছেন শ্রাবণ ভট্টাচার্য এবং আবহ সঙ্গীতের দায়িত্বে ছিলেন শমীক গুহ রায়। সমদর্শীর পরিচালনায় সাত পর্বের জমজমাট বিয়েবাড়ির আসর নিয়ে ক্লিক ডিজিটাল প্ল্যাটফর্মে আগামীকাল মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুলিজ় ওয়েড গুহজ়’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *