এবার অন্য প্রদেশেও ‘মিঠাই’
RBN Web Desk: বাংলা জয় করার পর এবার অন্য প্রদেশেও দেখা যাবে ‘মিঠাই’। গত দু’মাস ধরে বাংলার সেরা ধারাবাহিকের শিরোপা পেয়ে এসেছে ‘মিঠাই’। তাই এবারে বাংলা ছাড়িয়ে তামিল দুনিয়ায় পাড়ি দিচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক। তামিলে ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য একই থাকবে।
তামিল ভাষায় এই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘নিনাইথালে ইলিক্কুম’। ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র সিদ্ধার্থর ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আনন্দ সেলভম। ২৩ জুলাই থেকে শুরু হয়েছে ‘নিনাইথালে ইলিক্কুম’-এর শুটিং। তবে ধারাবাহিকের নামভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
তামিলে ‘মিঠাই’ রিমেক হবে জেনে স্বভাবতই খুশি পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। ‘মিঠাই’ অন্য ভাষায় তৈরি হওয়া মানে ধারাবাহিকটির সফলতা বোঝায় বলেই মনে করেন তিনি। তবে তামিল সংস্করণটিও তিনি পরিচালনা করতে পারলে তাঁর আরও ভালো লাগত বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজেন্দ্রপ্রসাদ।