রাজচন্দ্রের মৃত্যু দৃশ্যের শ্যুটিংয়ে ভেঙে পড়েছিলেন অনেকেই, জানালেন নূর
RBN Web Desk: করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রাজচন্দ্র দাসের মৃত্যু দৃশ্য শ্যুটিংয়ের সময় ভেঙে পড়েছিলেন সেটে উপস্থিত অনেকেই, জানালেন গাজী আব্দুন নূর। এই ধারাবাহিকে রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করতেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা।
সংবাদমাধ্যমকে নূর জানালেন, কিছুদিন আগে এই ধারাবাহিকে রাজচন্দ্রের মৃত্যু দৃশ্য ক্যানবন্দী করা হয়। কিন্তু সেই দৃশ্য দেখে চোখে জল এসে যায় সেটে উপস্থিত অনেকেরই। এমনকি এই দৃশ্য গ্রহণের দায়িত্বে যে চিত্রগ্রাহক ছিলেন, তিনিও কিছুক্ষণের জন্য বেড়িয়ে যান সেট ছেড়ে, জানালেন নূর।
ফের জুটি বাঁধছেন সৃজিত-সুমন
তাঁর অভিনীত চরিত্রটি যাতে ধারাবাহিকে থাকে, এমন অনুরোধ করেছেন অনেকেই। প্রোডাকশন টিমের কাছেও এরকম বহু অনুরোধ এসেছে। কিন্তু কোনও অবস্থাতেই সত্য ঘটনার বিপরীত কিছু দেখানো হবে না এই ধারাবাহিকে। আর তাই রাজচন্দ্রকে মরতেই হত, জানালেন নূর।
করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটির প্রথম পর্ব সম্প্রচার হয় ২৪ জুলাই ২০১৭। এখনও পর্যন্ত এই ধারাবাহিকে সম্প্রচার হয়েছে ৬০০ পর্ব। সম্প্রচার শুরুর পর থেকেই টিআরপি তালিকায় একেবারে ওপর দিকে থেকেছে এই ধারাবাহিকটি।
ফের জুটি বাঁধছেন সৃজিত-সুমন
তবে টেলিভিশনে ফেরার ইচ্ছে রয়েছে, জনালেন নূর। কিন্তু সেটা খুব শীঘ্র নয়। করুণাময়ী রানী রাসমণি-তে অভিনয় করার জন্য দেহের ওজন অনেকটা বাড়াতে হয়েছিল তাঁকে। এছাড়াও একজন জমিদারের হাঁটাচলা, কথা বলার ধরণ রপ্ত করতে হয়েছিল তাঁকে। তাই নতুন কোনও চরিত্রে কাজ করার আগে পুরো তৈরি হয়ে তবেই ফিরবেন নূর।