নিখোঁজ যমুনা, খোঁজ সোশ্যাল মিডিয়ায়
RBN Web Desk: ভূষণের লোকের হাতে অপহৃত হয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় যমুনা। অন্যদিকে কেদারবাবুর আশীর্বাদ নিয়ে সাত পাকে বাধা পড়তে চলেছে সঙ্গীত ও আর্যা। এরই মধ্যে যমুনার আচমকা অন্তর্ধানে চিন্তায় তার পরিবার। সোশ্যাল মিডিয়ায় খোঁজ চালাতে থাকে সঙ্গীত ও আর্যা। নিজের স্বামীর নতুন করে বিয়ে কি হতে দেবে যমুনা? কী হবে এরপর?
এ সপ্তাহে এরকমই টানটান রহস্যময় পর্ব নিয়ে হাজির হচ্ছে ‘যমুনা ঢাকি’। কিছুদিন আগেই ২০০ পর্ব অতিক্রম করেছে এই ধারাবাহিক। মহিলা ঢাকির জীবনযুদ্ধের কাহিনী নিয়ে তৈরি ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক জনপ্রিয়তা লাভ করেছে দর্শক মহলে। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এই ধারাবাহিকে যমুনা চরিত্রের জন্য নিয়মিত ঢাক বাজানোর প্রশিক্ষন নিয়েছেন শ্বেতা। ধারাবাহিকে রায়বাড়ির ছোটছেলের চরিত্রে রয়েছেন রুবেল দাস। অন্যান্য চরিত্রে রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্ররা।
নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ের ঢাকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই ‘যমুনা ঢাকি’র মূল গল্প। তবে সময়ের স্রোতে নদীর বুকে বয়ে গেছে অনেক জল। স্থান, কাল, পাত্র পরিপ্রেক্ষিতে বদলেছেন গল্পের গতি। তবুও লড়াই থামেনি যমুনার।
প্রতিদিন সন্ধ্যে ৭.৩০টায় জ়ি বাংলায় সম্প্রচারিত হয় ‘যমুনা ঢাকি’।