‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা
RBN Web Desk: ১৯০১ সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ কাব্যগ্রন্থটি। তার ১২০ বছর পর পাঁচটি গান নিয়ে তাঁর নতুন অ্যালবাম ‘নৈবেদ্য’ নিয়ে এলেন সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত। মেখলা ঈশ্বরে বিশ্বাসী। তাই তিনি মনে করেন প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান। তার এই নৈবেদ্য আসলে শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন।
২০১৬ সালে একটি বিখ্যাত রিয়্যালিটি শোয়ের মঞ্চে মেখলার আত্মপ্রকাশ। মেখলা বালুরঘাটের মেয়ে, পড়াশোনা করতে কলকাতায় আসা। পাশাপাশি চলত গানের তালিমও।
সম্প্রতি কলকাতায় অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, রণজয় ভট্টাচার্য, অনুসূয়া চৌধুরী, শিলাদিত্য মৌলিকরা।
আরও পড়ুন: জমিয়ে মারপিট অনুভব, ইশার
পাঁচটি গানের এই অ্যালবামে চারটি গানের সুরকার ইন্দ্রদীপ, রণজয় ভট্টাচার্য, বিশ্বরূপ ঘোষদস্তিদার এবং কপিল চট্টোপাধ্যায়। গান গাওয়ার পাশাপাশি ‘যদি কোনদিন’ গানটিতে সুর দিয়েছেন মেখলা।
ডিজিটাল প্ল্যাটফর্মে সিঙ্গেল রিলিজ়ের যুগে পাঁচ পাঁচটা গানের অডিও অ্যালবাম তৈরি করে শিল্পী হিসেবে মেখলা শুধু নিজের নয়, এই অ্যালবামের সঙ্গে জড়িয়ে প্রত্যেকটি শিল্পীর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।