দ্বিতীয় সিজ়ন আরও রোমাঞ্চকর হবে, দাবি ইশার
RBN Web Desk: ‘ইন্দু ২’ প্রথম সিজ়নের থেকে আরও রোমাঞ্চকর হবে বলে দাবি করলেন ইশা সাহা। এই ওয়েব সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ইন্দু ২’-এর ট্রেলার। ইশা ছাড়াও এই সিরিজে় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, মানসী সিংহ ও চন্দ্রানীভ মুখোপাধ্যায়।
সংবাদমাধ্যমকে ইশা জানিয়েছেন, ‘ইন্দু ২’-এর প্রতিটি পর্বে রয়েছে চমক। আগের সিজ়নের রহস্য এবার অরও ঘনীভূত হবে। ইন্দুর বিয়ের তত্ত্বে কে ধুতরো পাতা পাঠিয়েছিল সেটাও জানা জাবে এই সিজ়নে।
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
ইশার অভিনীত, ২০২২-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ দুর্দান্ত ব্যবসা করেছে। তবে ‘কাছের মানুষ’ তেমন সাড়া জাগাতে পারেনি। অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ইন্দু ২’ সকলের ভালো লাগবে বলেই মনে করছেন ইশা।