অরিন্দমের নতুন গোয়েন্দা সৌরসেনী
RBN Web Desk: নতুন গোয়েন্দা হয়ে আসছেন সৌরসেনী মৈত্র। এর আগে বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গেলেও গোয়েন্দার ভূমিকায় কখনও অভিনয় করেননি তিনি। অরিন্দম শীলের পরিচালনায় এই চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে অরিন্দমের ছবি ‘খেলা যখন’।
অধীশা সরকারের লেখা ‘কাঠ বাদামের গন্ধ’ অবলম্বনে ওয়েব সিরিজ়টি পরিচালনা করতে চলেছেন অরিন্দম। শোনা যাচ্ছে, মোট ছ’টি পর্ব থাকবে এই সিরিজ়ে। সৌরসেনী অভিনীত চরিত্রটির নাম বিদ্যুৎলতা। পুলিশ অফিসার নীল চৌধুরীর চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিশ্বজিত চক্রবর্তী ও সৃজনী মিত্র। থ্রিল ও অ্যাকশনের পাশাপাশি বেশ কিছু ঘনিষ্ট দৃশ্যও থাকবে বলে জানা গেছে।
আরও পড়ুন: ‘অসতী’র খোঁজে পোল্যান্ডে
ইদানিং থ্রিলার ছবিই বেশি পরিচালনা করছেন অরিন্দম। তাঁর পরিচালনায় আসছে ‘সাবাশ ফেলুদা’ ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে ফেলুদার ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়।