এই নিয়ে সাতবার বিয়ের পিঁড়িতে বসলাম: শ্রীমা
RBN Web Desk: আরও একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রীমা ভট্টাচার্য। তবে সেটা বাস্তবে নয়। টেলিভিশন ও ওয়েব সিরিজ় মিলিয়ে এই নিয়ে সাতবার বিয়ে হতে চলেছে তাঁর, এমনটাই জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী। মেগা-ধারাবাহিক ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’তে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রীমা। সম্প্রতি এই ধারাবাহিকেই নিমাই ও বিষ্ণুপ্রিয়ার বিয়ের দৃশ্য ক্যানবন্দী করা হল যা সম্প্রচার হবে আর কিছুদিনের মধ্যেই।
এর আগে ‘নাগলীলা’ ও ‘জামাই রাজা’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীমা। সংবাদমাধ্যমকে জানালেন, ‘নাগলীলা’তে তাঁর তিনটে বিয়ের দৃশ্য ছিল। ‘জামাই রাজা’ ধারাবাহিকেও দুবার বিয়ে করতে হয়েছিল তাঁকে।
পৌষমেলা পরিচালনার দায়িত্ব ছেড়ে দিল বিশ্বভারতী
বাংলা ধারাবাহিকে নায়ক-নায়িকার একাধিক বিয়ে কোনও নতুন ব্যাপার নয়। তবে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকে তার কোনও সম্ভাবনা নেই। এই ধারাবাহিকে নিমাইয়ের চরিত্রে অভিনয় করছেন আর্য চন্দ্র। বিয়ের পরেই সন্ন্যাস গ্রহণ করবেন তিনি।