গুরুতর স্বাস্থ্য সমস্যাকে বিষয় করে মুক্তি পেল ‘উড়ান’
কলকাতা: থ্রিলার ও সম্পর্কের কচকচানির একঘেয়ে গল্পের মাঝে ১৭ জানুয়ারি মুক্তি পেল ব্যতিক্রমী বিষয় নিয়ে ত্রিদিব রমনের ছবি ‘উড়ান’। আর্সেনিক সচেতনতা নিয়ে এই ছবি পরিচালনা করেছেন ত্রিদিব। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্য। এই প্রথমবার জুটি হিসেবে দেখা গেল তাঁদের। ছবির প্রিমিয়রে উপস্থিত ছিলেন পরিচালকসহ অভিনেতা ও অন্যান্য কলাকুশলীরা।
‘উড়ান’-এ এক সঙ্গীত শিক্ষিকা পৌলমীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। কর্মসূত্রে বাংলার এক গ্রামের স্কুলে গান শেখানোর পাশাপাশি সেখানে আর্সেনিকবাহিত রোগ ছড়িয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়ে সে। তার এই পদক্ষেপে এলাকার রাজনৈতিক নেতাদের রোষানলে পড়তে হয় তাকে। চেষ্টা চলে পৌলমীকে অপহরণেরও। এসব কোনওকিছুরই তোয়াক্কা না করে পৌলমী মেতে ওঠে গ্রামের আর্সেনিক সমস্যার সমাধানে। সেই সময় পাশে এসে দাঁড়ায় তার বন্ধু রোমিত (সাহেব)।
“সাংবাদিক হিসেবে বাংলায় কাজ করার স্বার্থে বহু মানুষকে আর্সেনিক সমস্যায় কষ্ট পেতে দেখেছি,” জানালেন ত্রিদিব। “তখন থেকেই মাথায় ছিল আর্সেনিক সচেতনতা বাড়ানো এবং এই গুরুতর স্বাস্থ্য সমস্যা দূরীকরণের জন্য কিছু একটা করার। সেখান থেকেই জন্ম নেয় ‘উড়ান’।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
বাংলা ছবিতে ছকভাঙা গল্পের আনাগোনা শুরু হয়েছে অনেকদিন। বিভিন্ন সামাজিক বিষয়ের ওপর ছবি হলেও আর্সেনিক সমস্যা নিয়ে এমন উদ্যোগ এই প্রথম। “আমি আগে এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাইনি,” বললেন শ্রাবন্তী। “ছবির বিষয়টা আমাকে খুব আকৃষ্ট করেছিল। আর্সেনিক সচেতনতার পাশাপাশি নারীশক্তির একটা অন্য দিকও তুলে ধরে ‘উড়ান’।”
শ্রাবন্তী ও সাহেব ছাড়াও এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও শ্রীকান্ত আচার্য।