সংলাপ মুখস্থ বলতে পারলেই ধারাবাহিকে কাজ পাওয়া যায়: অনামিকা
কলকাতা: অভিনয়ের কোনও প্রয়োজন নেই, সংলাপ মুখস্থ বলতে পারলেই ধারাবাহিকে কাজ পাওয়া যায়, এমনটাই মনে করেন বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা। আশি ও নব্বইয়ের দশকে প্রায় সব প্রথম সারির পরিচালকের ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বহু ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। বর্তমানে এক বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে ‘আলোছায়া’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
“ধারাবাহিকে অভিনয় দেখানোর কোনও জায়গা নেই,” সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে বললেন অনামিকা। “ধারাবাহিকে যাঁরা কাজ করতে আসছেন, তারা কি আদৌ অভিনয়টা শিখেছেন? আমরা থিয়েটার করেছি। থিয়েটার না করলে কখনও অভিনয় শেখা যায় না। আমাদের রীতিমতো মার খেয়ে অভিনয় শিখতে হয়েছে। মনে আছে, জ্ঞানেশ মুখোপাধ্যায় একবার আমাকে চড় মেরেছিলেন। “
তাহলে কি বর্তমান সময়ের ইন্ডাস্ট্রির সঙ্গে কোথাও মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁর? “একেবারেই না,” দাবী অনামিকার। “মানিয়ে নিতে কেন সমস্যা হবে? যেখানে যেমন দরকার তেমন করতে হবে। তাহলেই সমস্যা হবে না। ছবিতে অভিনয় করার সময় মুখের যে অভিব্যক্তি বদলের প্রয়োজন, সে সব ধারাবাহিকে চলবে না। নিজের মতো কিছু করতে গেলেই সবাই ভাববে, এ সংলাপ ভুলে গেছে তাই এসব করছে।”
আরও পড়ুন: পুরোনো প্রথায় ফিরতে চেয়ে ইমনের নতুন গান
তরুণ মজুমদার, সুখেন দাস, অঞ্জন চৌধুরীর মতো পরিচালকদের ছবিতে কাজ করা অভিনেত্রীর ক্ষোভ, “বেশিরভাগ দর্শক ধারাবাহিক দেখেন না, শুধু সংলাপগুলোই শোনেন। সবাই তো ঘরের কাজ করতে-করতে ধারাবাহিক দেখেন। সেখানে কে কতটা ভালো অভিনয় করল, তার পরিবর্তে কে কি সংলাপ বললো সেটাই তাঁদের কানে যায়।”
তবে বর্তমানে বাংলা ছবি নিয়েও আশাবাদী নন তিনি। “সিনেমা কোথায় হচ্ছে? বাংলা ছবির বাজার নষ্ট হয়ে গেছে। এই তো ‘হইচই আনলিমিটেড’ আর ‘বাচ্চা শ্বশুর’ ছবিতে কাজ করলাম। কিন্তু সে ছবি চললই না। ছবি না চললে সেখানে কাজ করে কোনও লাভ নেই,” মত অনামিকার।