বাঙালি গোয়েন্দারা প্রেম করতে পারবে না কেন, প্রশ্ন অঞ্জনের

RBN Web Desk: বাঙালি গোয়েন্দারা প্রেম করতে পারবে না কেন, প্রশ্ন তুললেন অঞ্জন দত্ত। গতবছর বইমেলায় অঞ্জনের লেখা ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’ বইটি প্রকাশিত হয়। তার আগে এই বইয়ের একটি কাহিনী নিয়ে তৈরি ওয়েব সিরিজ়ে আত্মপ্রকাশ করে গোয়েন্দা ড্যানি এবং সুব্রত শর্মা। এই চরিত্রদের নিয়েই আসছে অঞ্জনের নতুন ছবি ‘রিভলভার রহস্য’। ছবিতে সুব্রতর ভূমিকায় থাকছেন সুপ্রভাত দাস। ড্যানির ভূমিকায় থাকবেন অঞ্জন নিজে। 

সুব্রত বই বা পর্দার গোয়েন্দা হলেও তার মধ্যে কোনও নায়কসুলভ হাবভাব নেই বা সে এমন কিছু করে না যা একজন সাধারণ মানুষ করতে পারে না। তাঁর সৃষ্ট গোয়েন্দা সম্পর্কে বলতে গিয়ে অঞ্জন রেডিওবাংলানেট-কে জানালেন, “সুব্রত খুব সাধারণ একজন মানুষ। সে পাকেচক্রে গোয়েন্দা হয়ে গেছে। আসলে সে চাকরি করতে এসেছিল। কাজেই সুব্রত সেই সবই করতে পারে যা আর পাঁচটা মানুষ করে থাকে। বাংলা সাহিত্যে সাধারণত দেখা যায় গোয়েন্দারা প্রেম করে না বা কোনও সম্পর্কে জড়ায় না। তারা খুব আদর্শবাদী হয়। আমার কাছে এটা বরাবরই খুব অদ্ভুত লেগেছে। কেন সবসময় গোয়েন্দারা এক অন্য পৃথিবীর বাসিন্দা হবে?”

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

এর ব্যাখ্যা হিসেবে সত্যজিৎ রায়ের ফেলুদা বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর দাশগুপ্তের কথা বলা যায়। তবে ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতী ও কিরীটি রায়ের স্ত্রী কৃষ্ণার কথা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও নীহাররঞ্জন গুপ্ত লিখে গেছেন। সেই প্রসঙ্গে অঞ্জন বললেন, “ব্যোমকেশের স্ত্রী ছিল বটে কিন্তু সে খুব কম সময়েই সামনে এসেছে। বেশিরভাগ কেসের সময় সে খোকাকে নিয়ে পাটনায় থেকেছে। গল্পে সত্যবতী থাকলেও, একেবারে শেষে রহস্য উন্মোচনের বিবরণ শোনা ছাড়া তার খুব একটা ভূমিকা থাকত না। ব্যোমকেশ কোনওদিক থেকেই সংসারী ছিল না। আবার তার বিবাহের পরেও সে কোনও সম্পর্কে জড়ায়নি।” 

আরও পড়ুন: জটায়ুর সাহস

অতিমারির আগে থেকেই কোনও একটি চরিত্র নিয়ে সিরিজ় করার ইচ্ছে ছিল অঞ্জনের। “পরিচালক হিসেবে কোনও একটা চরিত্রের ফ্র্যাঞ্চাইজ়ির কথা আমি বরাবরই ভেবেছি। তখন শ্রীকান্ত (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) নিয়ে কাজ করার ইচ্ছে হলো। চিত্রনাট্যও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু নানা কারণে সেটা আর হলো না। তখন চিন্তাভাবনা করতে গিয়ে ড্যানি আর সুব্রতর গল্পটা মাথায় আসে। তখন আমার মনে হয়, একই সঙ্গে যদি গল্পগুলো বই আকারে বেরোয় আর ছবি হিসেবে মুক্তি পায়, তাহলে দর্শকের সঙ্গে সুব্রতর বেশ কিছু পাঠকও তৈরি হবে। সেই ভেবেই ২০২২ বইমেলায় প্রথম বইটা প্রকাশ করি,” জানালেন অঞ্জন।

এ বছর বইমেলায় ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’র দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে। সেই বইয়ের ‘রিভলভার রহস্য’ গল্প অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবিটি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Swati

Editor of a popular Bengali web-magazine. Writer, travel freak, nature addict, music lover, foody, crazy about hill stations and a dancer by passion. Burns the midnight oil to pen her prose. Also a poetry enthusiast.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *