এ সপ্তাহের গল্প: পাঁচ বছর পর শৈলশহরে কাটবে কি অভিমানের মেঘ?
RBN Web Desk: অভিমান বড় বালাই। কর্ণর ওপর অভিমান করেই দার্জিলিং চলে গিয়েছিল রাধিকা। সেখানে গিয়ে অভি বলে একটি অসুস্থ ছেলের সঙ্গে তার আলাপ হয়। অভিকে বড় করে তোলার দায়িত্ব নেয় সে। এদিকে কর্ণও চুপ করে বসে নেই। সেও রাধিকাকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে নানা জায়গায় খোঁজার পর দার্জিলিংয়ের রাস্তাতেই হঠাৎ দুজনের দেখা হয়ে যায়। এই হঠাৎ দেখার জন্যই কি ধীরে-ধীরে অভিমানের মেঘ কাটবে? কী হবে এই সপ্তাহে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে?
১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। এই কাহিনীর নায়িকা রাধিকা একজন ফ্যাশন ডিজ়াইনার। ফ্যাশন ডিজ়াইনিংয়ের জগতে প্রতিষ্ঠা পাওয়াই তার জীবনের উদ্দেশ্য। কৌশিকের সঙ্গে রাধিকার বিয়ে ঠিক হয়। তবে বিয়ের আগের রাতে কৌশিক হঠাৎই উধাও হয়ে যায়। মনে-মনে আহত হলেও নিজের কাজে মন দেয় রাধিকা।
আরও পড়ুন: আবারও স্করসেসির সেরায় সত্যজিৎ
কাজের সূত্রেই তার সঙ্গ কর্ণর আলাপ হয়। ক্রমে ঘনিষ্ঠ হয়ে ওঠে কর্ণ-রাধিকার সম্পর্ক। কিন্তু সব সম্পর্কেই মান-অভিমান থাকে। সেই অভিমানের জেরেই রাধিকা চলে যায় দার্জিলিংয়ে। এবার অভিমানের বরফ গলবে কিনা সেটাই দেখার।
এই ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত এবং কর্ণর ভূমিকায় রয়েছেন ক্রুশল আহুজা।
জ়ি বাংলায় রাত ১০.৩০টায় সম্প্রচারিত হয় ‘কি করে বলব তোমায়’।