উত্তমকুমারের পজ় আর দেড়শ জন ভূতনাথ
RBN Web Desk: বাংলা, হিন্দী মিলিয়ে প্রায় শতাধিক ছবিতে অভিনয়। পুরস্কারের সংখ্যাও নেহাত কম নয়। তাঁর অভিনয় জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শোনালেন উত্তমকুমার কি ভাবে তাঁকে সাহায্য করেছিলেন বিমল মিত্রের উপন্যাস অবলম্বনে সাহেব বিবি গোলাম নাটকে ভূতনাথ চরিত্রে অভিনয় করতে। এই একই চরিত্রে উত্তমকুমার নিজে অভিনয় করেছিলেন ১৯৫৮ সালে কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটিতে যা সাংঘাতিক হিট হয়।
সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতায় বিশ্বজিৎ জানালেন, ভূতনাথ চরিত্রে অভিনয় করার প্রস্তাব যখন তাঁর কাছে আসে, তখন তিনি বেশ ভয় পেয়েছিলেন, এই ভেবে যে দর্শক স্বাভাবিকভাবেই দুই অভিনেতার কাজের তুলনা করবেন। তিনি সটান চলে যান উত্তমকুমারের কাছে এবং তাঁর ভয়ের কথা জানান। আশ্বাস দিয়েছিলেন উত্তম। বলেছিলেন তাঁর অভিনয় মাথায় না রেখে নিজের মত করে কাজটা করতে। উত্তমকুমারকে কোনওদিনই উত্তমদা বলে ডাকেননি বিশ্বজিৎ। সব সময় দাদা বলেই সম্বোধন করতেন। দাবী করেছিলেন, কি ভাবে ওই চরিত্রে অভিনয় করবেন, সেটা দেখিয়ে দিতে হবে।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
ভ্রাতৃসম অভিনেতার আবদার ফেলতে পারেননি উত্তম। ভোরবেলা বিশ্বজিৎ চলে যেতেন উত্তমকুমারের গিরীশ মুখার্জী রোডের বাড়িতে। শ্যুটিংয়ে বেরনোর আগে বিশ্বজিৎকে রিহার্সল করাতেন উত্তম। দেখিয়ে দিতেন কোথায় পজ় নিতে হবে, কিভাবে স্ক্যানিং করতে হবে। বলেছিলেন, সাহেব বিবি গোলাম উপন্যাসে ভূতনাথ একটা প্যাসিভ রোল, মুখ্য চরিত্র নয়। তাঁর কাজ সমস্ত ঘটনাবলী পাশ থেকে দেখে যাওয়া। মঞ্চে জায়গা ছাড়ার একটা ব্যাপার থাকে এবং সেটা প্রতি অভিনয়েই সিনের দাবী অনুযায়ী করে যেতে হয়, বিশেষ করে ভূতনাথের মতন একটা চরিত্রে। উত্তমের পরামর্শমত অভিনয় করেছিলেন তিনি। নাটক সুপারহিট আর স্টার হয়ে গেলেন বিশ্বজিৎ।
বিশ্বজিতের অভিনয় উইংসের পাশে দাঁড়িয়ে দেখেছিলেন উত্তম। বলেছিলেন, যতটা ভেবেছিলেন, তার থেকেও অনেক ভালো অভিনয় করেছেন বিশ্বজিৎ।
যে মৃত্যু আজও রহস্য
আরও একটা মজার ঘটনা। সাহেব বিবি গোলাম নাটকের প্রথম শো-তে প্রায় দেড়শ জন ভূতনাথ দেখতে এসেছিলেন বিশ্বজিতের অভিনয়।
সেটা কিরকম?
তখনকার দিনে অফিস ক্লাবে নাটক করার একটা চল ছিল। বিভিন্ন সংস্থা তাদের কর্মচারীদের নাটক মঞ্চস্থ করার উৎসাহ দিতেন। কর্তৃপক্ষের তরফে আলাদা করে আর্থিক অনুদানও দেওয়া হত এর জন্য। তখন প্রায় সব অফিস ক্লাবেই সাহেব বিবি গোলাম মঞ্চস্থ হচ্ছে। সেই সব নাটকের ভূতনাথরা এসেছিলেন বিশ্বজিতের অভিনয় দেখতে, জানালেন অশীতিপর অভিনেতা।