বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষ প্রয়াত
RBN Web Desk: প্রয়াত হলেন প্রখ্যাত আলোকচিত্রী নিমাই ঘোষ। আজ সকাল ১০.১০ নাগাদ নিজ বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন বার্ধক্যজিনত কারণে অসুস্থ ছিলেন তিনি।
নিমাই ঘোষের জন্ম ১৯৩৪ সালে। সত্যজিৎ রায়ের অজস্র ছবিতে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। প্রথম কাজ ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিতে। তারপর দু’দশক ধরে স্থিরচিত্র সংগ্রাহক হিসেবে সত্যজিতের সঙ্গে কাজ করেছেন তিনি। সত্যজিতের ছবি ‘সোনার কেল্লা’র একটি দৃশ্যে ক্যামেরা হাতে অভিনয়ও করেন তিনি।
২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র কমিটির জুরি সদস্য ছিলেন নিমাই ঘোষ। ২০১০-এ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে।
আরও পড়ুন: টেকনিশিয়নদের জন্য তহবিল গঠনে এগিয়ে এল বিনোদন জগত
বন্ধু রবি ঘোষের সঙ্গে ‘গুপি গাইন বাঘা বাইন’-এর সেটে গিয়ে কিছু স্থিরচিত্র তুলেছিলেন নিমাই ঘোষ। সেই ছবি দেখে শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্তর পছন্দ হওয়ায় তিনি সত্যজিতের সঙ্গে নিমাই ঘোষের পরিচয় করিয়ে দেন। তারপর থেকে সত্যজিতের সব ছবিতে তাঁর সঙ্গে কাজ করেন তিনি।
ছবি: সায়ন্তন দত্ত