মিস শেফালি প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন মিস শেফালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরতি দাস ওরফে মিস শেফালি। বাড়ি ফিরে সুস্থই ছিলেন তিনি, হাটাচলা করতেন। আজ সকাল ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
‘চৌরঙ্গি’ নাটকে ক্যাবারে ডান্সার কনির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বাংলা থিয়েটারে ক্যাবারের সেই শুরু।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
সত্তরের দশকে কলকাতার সাড়া জাগানো এই ক্যাবারে নর্তকী কাজ করেছেন অন্যান্য বহু সফল বাংলা নাটকেও, যার মধ্যে ‘আসামী হাজির’, ‘সম্রাট ও সুন্দরী’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অশ্লীল’ অন্যতম। পরিচালক সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দী’ ও ‘সীমাবদ্ধ’ ছবিতেও অভিনয় করেছেন মিস শেফালি। একসময় ‘বাংলার হেলেন’ নামে ডাকা হত তাঁকে।
শেষ বয়সে তাঁর ঠিকানা ছিল সোদপুরে একটি এক কামরার ফ্ল্যাট।