ভেন্টিলেশনে লতা মঙ্গেশকর, ছাড়া পাওয়া নিয়ে বিভ্রান্তি
RBN Web Desk: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। আজ রাত দেড়টা নাগাদ শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই চিকিৎসা শুরু হয় লতার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে লতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে এও জানা গিয়েছে, শ্বাসকষ্টের পাশাপাশি গায়িকার নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল দেখা দিয়েছে। হাসপাতালে সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ উদওয়াড়িয়ার তত্ত্বাবধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন লতা মঙ্গেশকর।
এদিকে লতার ছাড়া পাওয়া নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। তাঁর বোন, বিশিষ্ট গায়িকা আশা ভোঁসলে দাবী করেছেন যে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন লতা। তাঁর চিকিৎসা বাড়িতেই করা যেত। কিন্তু তাঁরা কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌপ্তিক চক্রবর্তী
লতার আরেক বোন উষা মঙ্গেশকর পিটিআই-কে জানিয়েছেন যে তাঁর দিদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে।