গোটা দেশে লকডাউন, ঘোষণা মোদীর
RBN Web Desk: একদিনের জনতা কারফিউ এবং বিভিন্ন রাজ্যে লকডাউনের সিদ্ধান্তের পরে এবার গোটা দেশে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণে আগামী তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে বলে জানালেন তিনি। আজ মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন
গত এক মাস ধরে ভারতে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে-বাড়তে ৫০০ ছাড়িয়েছে। সারা দেশে এই রোগে মৃতের সংখ্যা সাত। গতকাল কলকাতায় মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত বহু মানুষ।
ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই রোগকে আটকাতে প্রথম থেকেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার নানা পদক্ষেপ নেওয়ায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আজ বিকেলে পশ্চিমবঙ্গে লকডাউনের তারিখ সময়সীমা ২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়।
আরও পড়ুন: পঁচিশে ‘উনিশে এপ্রিল’
সমস্ত রাজ্যে ও প্রদেশে এই লকডাউন কার্যকরী করা হবে বলে জানিয়েছেন মোদী। তবে এই লকডাউনের ফলে দেশের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে। আগামী ২১ দিনে দেশের সর্বত্র লকডাউন চলবে এবং তাতেও যদি করোনাকে আয়ত্তে না আনা যায় তাহলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।