আশার টুইটে ‘আমার করব জয়’-এর বার্তা
RBN Web Desk: দেশের বহু খারাপ পরিস্থিতি দেখে থাকলেও বর্তমানে করোনা ভাইরাসের মতো অবস্থা একেবারেই আলাদা একটা বিপদ বলে জানালেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি জানান, এর আগে দেশে প্লেগ, স্মলপক্স, টিবি, পোলিওর প্রকোপ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তিনি দেখেছেন, কিন্তু এটা তার চেয়েও খারাপ সময়। এর সঙ্গেই তিনি লিখেছেন “সরকারের নির্দেশ মেনে চললে আমরা নিশ্চয়ই এই বিপদ কাটিয়ে উঠতে পারব।”
অশীতিপর এই গায়িকার স্মৃতিতে উঠে এসেছে ১৯৩৯-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলি। এছাড়াও একাধিক দুর্যোগের সময় এমনকি ১৯৭৫-এর আপৎকালীন অবস্থারও সাক্ষী তিনি। তবু করোনা ভাইরাস নিয়ে সাম্প্রতিক বিশ্ব জুড়ে আতঙ্ক একেবারেই নজিরবিহীন। একটিমাত্র রোগ সারা পৃথিবীকে এমনভাবে গৃহবন্দী করেছে এমন ঘটনা তাঁর অভিজ্ঞতায় নেই।
I’ve lived thru many epidemics including plague, smallpox, TB, polio etc & several wars including world war 2 & though this pandemic is bad, we shall overcome it. Stay home as ordered & we shall be fine @PMOIndia
— ashabhosle (@ashabhosle) March 24, 2020
তবে হতাশ না হয়ে সকলকে সরকারের নির্দেশ মেনে চলার বার্তা দিয়েছেন আশা। যত ভয়ঙ্কর ভাইরাসই হোক সবাই মিলে এই বিপদকে জয় করা সম্ভব বলে মনে করেন তিনি।