চিত্রনাট্য তৈরি, তবুও আসছে না অদম্য সেন
কলকাতা: চিত্রনাট্য তৈরি, দুজন পরিচালকও আগ্রহী, কিন্তু তবুও বড় পর্দায় আসছে না অদম্য সেন। থ্রিলার গল্পের চেনা ছক ভেঙে অনেকটাই আলাদা হয়ে ওঠা সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর সৃষ্টি এই চরিত্রটি শুরু থেকেই পাঠককূলের সমাদর আদায় করে নেয়।
ছাপা অক্ষরে অদম্য সেন-এর আবির্ভাব ২০০৪ সালে। প্রথম গল্প বিষ্ফোরণের একটু আগে। প্রকাশেই প্রবল জনপ্রিয়তা। এরপর এক একে এসেছে আরও অনেক গল্প।
কিন্তু কি কারণে আটকে অদম্য সেন-কে নিয়ে ছবি তৈরির কাজ?
যে জন থাকে মাঝখানে
রেডিওবাংলানেট-কে স্মরণজিৎ জানালেন, “অনেকেই অদম্য নিয়ে কাজ করতে চেয়েছে। কিন্তু আমার পছন্দ হয়নি। অদম্যকে মাছ ভাত খাওয়া বাঙালি হিসেবে দেখতে চাইনি আমি। তবে ২০১২ সালে পরিচালক বিরসা দাশগুপ্তর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছিল। আসলে অদম্য বিগ বাজেটের ছবি। তার মাউন্টিং-ও তেমনভাবেই করতে হবে। বন্ধু দেবালয় ভট্টাচার্য সেই সময় সেরকমভাবে চিত্রনাট্যও তৈরি করে। কিন্তু বেশকিছু টেকনিক্যাল কারণে কাজটা আর হয়ে ওঠেনি। এসব কারণে অদম্যকে নিয়ে কিছু করার ইচ্ছা আমারও আর খুব একটা নেই।”
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
স্মরণজিতের গল্প ক্রিসক্রস অবলম্বনে সম্প্রতি একই নামের ছবি পরিচালনা করেছেন বিরসা। দেবালয়ের পরিচালনায় বিদায় ব্যোমকেশ ছবিটিও মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। দুটি ছবিই প্রযোজনা করেছেন একই সংস্থা।
“অদম্যকে নিয়ে থ্রিলার সিরিজ় করার কোনও ইচ্ছাই আমার ছিল না,” জানালেন স্মরণজিৎ। “কিন্তু পাঠকদের মধ্যে বিপুল চাহিদার কারণে এই চরিত্রটি নিয়ে আবার লেখা শুরু করি।”